বোলিং করবেন না অ্যান্ডারসন

ছবি: ছবিঃ ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসের ডান পায়ের কাফ মাসলে চোটে পড়েন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। সেই চোটে চলতি ম্যাচ থেকেই ছিটকে গেছেন তিনি।
রবিবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, চলতি ম্যাচে আর বোলিং করতে পারবেন না অ্যান্ডারসন। এমনকি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটিং করা নিয়েও শঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে ইসিবি বলেছে, 'জিমি অ্যান্ডারসন এখনও কাফ মাসলে ব্যথা অনুভব করছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সে ফিল্ডিং করবে না।'
চোটের কারণে ৩৭ বছর বয়সী এই পেসার গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি। কাফ মাসলের সেই চোট অ্যাশেজ সিরিজেও বয়ে বেড়াচ্ছেন তিনি।
বৃহস্পতিবার চোটের সবশেষ অবস্থা জানতে স্ক্যান করা হয় তাঁর। অ্যান্ডারসন ছিটকে যাওয়ায় বোলিং ইউনিট নিয়ে বিপাকেই পড়েছে ইংল্যান্ড। অভিজ্ঞ এই পেসারের অবর্তমানে ইংলিশদের বোলিং আক্রমণ সামলাচ্ছেন স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস।