অভিষেক রাঙিয়ে রাখলেন সাইনি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আজ শনিবার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৯৬ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই টপকে যায় বিরাট কোহলির দল। 


জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪ রানের মাথায় ওপেনার শিখর ধাওয়ানের উইকেটটি হারিয়ে বিপদে পড়ে ভারত। ১ রান করে শেল্ডন কটরেলের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। এরপর দলীয় ৩২ রানের সময় আরেক ওপেনার রোহিত শর্মাকে কাইরন পোলার্ডের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান স্পিনার সুনীল নারিন।


এরপরের বলেই ঋশাভ পান্তকে আউট করে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন নারিন। দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলা ভারতের হাল ধরেন বিরাট কোহলি এবং মনিষ পান্ডে। চতুর্থ উইকেটে ৩২ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান তাঁরা। তবে ৬৪ রানের সময় পান্ডে এবং ৬৯ রানে কোহলির বিদায়ে আবারো বিপদে পড়ে সফরকারীরা।


অবশ্য রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। জাদেজা ১০ ও সুন্দর ৮ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সমান ২টি করে উইকেট পেয়েছেন কটরেল, নারিন এবং কিমো পল।   


promotional_ad

এর আগে ম্যাচটিতে প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৫ রান সংগ্রহ করে কার্লোস ব্রাথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ।


খেলতে নেমে এদিন শুরুতেই বিপদে পড়তে হয় ক্যারিবিয়ানদের। রানের খাতা খোলার আগেই ফিরতে হয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও এভিন লুইসকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ভারতের বোলারদের তোপে রীতিমত অসহায় আত্মসমর্পণ করে দলের টপ অর্ডার।


ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিলেও ব্যতিক্রম ছিলেন অলরাউন্ডার কাইরন পোলার্ড। ৪ ছয় এবং ২ চারের সাহায্যে ৪৯ বলে ৪৯ রানে করেন তিনি। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন শুধু উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। ১৬ বলে ২০ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। 


ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারে ধ্বস নামানোর পেছনে মূল ভূমিকা ছিল অভিষিক্ত পেসার নবদ্বীপ সাইনির। ৪ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেকটি রাঙিয়ে রাখেন দারুণভাবে। এছাড়াও ১৯ রানে ২ উইকেট পেয়েছেন আরেক পেসার ভুবনেশ্বর কুমার। আর একটি করে উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। 


সংক্ষিপ্ত স্কোরঃ


ওয়েস্ট ইন্ডিজঃ ৯৫/৯ (২০ ওভার) (পোলার্ড-৪৯, পুরান-২০; সাইনি-৩/১৭, ভুবনেশ্বর-২/১৯)


ভারতঃ ৯৮/৬ (১৭.২ ওভার) (রোহিত-২৪, কোহলি-১৯; নারিন-২/১৪, পল-২/২৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball