সাইফউদ্দিনকে ইংল্যান্ড পাঠাবে বিসিবি
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে চিকিৎসার জন্য ইংল্যান্ড পাঠাবে বিসিবি। তবে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, অস্ত্রোপচারের প্রয়োজন হবে না সাইফউদ্দিনের। যে কারণে দ্রুতই সেরে উঠবেন এই অলরাউন্ডার, বিশ্বাস দেবাশিষের।
ইনজুরির বর্তমান অবস্থা জানাতে বিসিবি পরিচালকদের সঙ্গে শনিবার (৩ জুলাই) দেখা করেছেন সাইফউদ্দিন। জানা গেছে তরুণ এই অলরাউন্ডারকে ইংল্যান্ড পাঠানোর পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘এখনো পুরোপুরি নিশ্চিত নই কোথায় পাঠানো হবে। তবে পরিকল্পনা ছিল সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠানোর। এ নিয়ে আজ (৩ আগস্ট) আলোচনা করেছেন বোর্ড পরিচালকরা। সার্জারি লাগবে না, এটা নিশ্চিত। ইংল্যান্ডে চিকিৎসা কীভাবে হবে সেটা এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। অনেক উপায়ই অবলম্বন করা যেতে পারে। অস্ত্রোপচার লাগছে না বলে সুস্থ হতে বেশি সময় লাগবে না।’
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হঠাৎ পিঠের ইনজুরি ধরা পড়ে সাইফউদ্দিনের। যে কারণে ফাইনালে ওঠার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
বিশ্বকাপেও পিঠের ইনজুরি ভুগিয়েছে এই অলরাউন্ডারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। যা তাঁকে সমালোচনার মুখে ফেলে দেয়। যদিও পরবর্তী ম্যাচগুলোতে খেলেছেন এই অলরাউন্ডার।
ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ফিরে সম্পূর্ণ বিশ্রাম দেয়া হয় সাইফউদ্দিনকে। শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। তবে সাইফউদ্দিন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে বিশ্বাস দেবাশিষ চৌধুরীর।