টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটার গড়ছে এইচপি!
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাই পারফর্মেন্স ইউনিটের কোচ সায়মন হেলমট জানালেন, আসন্ন বিশ্বকাপের জন্য ক্রিকেটার তৈরির কাজে নেমেছেন তিনিও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে খেলতে হলে বাছাই পর্বের তিনটি ম্যাচ পার হতে হবে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাই সীমিত ওভারের বিশ্বকাপকে সামনে রেখে প্রতিভাবান ক্রিকেটার এখনই খুঁজে বের করার দায়িত্ব দেয়া হয়েছে এইচপি ইউনিটকে।

শনিবার মিরপুরে বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে হেলমট বলেন, ‘অনেক প্রতিভা আছে কিন্তু টি-টোয়েন্টি খুবই কঠিন খেলা। আমাদের বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলতে হবে বেলেরিভ এবং হোবার্টে। যেখানকার উইকেট খুবই ভালো, স্ট্রেইট অনেক বড়, স্কয়ারে ছোট। আমাদের পাওয়ার প্লেতে উইকেট শিকারি বোলার লাগবে। সবদিকে ভালো খেলে, আমাদের এমন শক্তিশালী ক্রিকেটার প্রয়োজন। টি-টোয়েন্টির ক্রিকেটারদের মাঠে শক্তিশালী, দ্রুত এবং চঞ্চল হতে হয়। শুরুতে উইকেট এবং ডেথ বোলিংয়ে ভালো করতে হবে। মনে হয় আমাদের সেটা আছে।’
অস্ট্রেলিয়ান হওয়ায় সেখানকার কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা আছে হেলমটের, যা বাংলাদেশের কাজে আসবে। বাংলাদেশ দলের জন্য ২০২০ বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটার বের করার দায়িত্ব হয়তো হেলমট ভালোভাবেই পালন করতে পারবেন।
‘মুস্তাফিজ এবং সাইফউদ্দিন ডেথ বোলিং ভালো করে। আমাদের ব্যাটিংয়ে জুটি প্রয়োজন। মুশফিকুর রহিম অসাধারণ ব্যাটিং করে যেটা আমরা বিপিএলে দেখেছি। দেশের জন্য খেলে তখনই আমরা তার সামর্থ্য দেখি। তার সঙ্গে আরও কিছু সহযোগী প্রয়োজন। অবশ্যই সাকিব আল হাসান দারুণ একজন অলরাউন্ডার।'
'আমার মনে হয়, আরও কিছু ক্রিকেটার প্রয়োজন, যারা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এটা ইতিবাচক একটি দিক যে আমরা ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে ২০২০ সালের অক্টোবরে বিশ্বকাপ খেলতে যাচ্ছি।’