বোলারদের ব্যাটে লিড পেল ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ অ্যাশেজের উদ্বোধনী ম্যাচে লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে ইংল্যান্ড। ররি বার্নস, জো রুট, বেন স্টোকসদের পর ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রডের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া থেকে ৯০ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে স্বাগতিকরা। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে এসে ৩৭৪ রানে অলআউট হয় রুটের দল।
স্কোর বোর্ডে ২৬৭ রান এবং ৬ উইকেট হাতে নিয়ে দিন শুরু করে সেঞ্চুরি হাঁকানো বার্নস এবং স্টোকস। প্রথম সেশনেই হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বিদায় হন স্টোকস। কিন্তু একপ্রান্ত আগলে ধরে এগোতে থাকেন বার্নস। পানি পানের বিরতি শেষে তিনিও ফিরে যান ১৩৩ রান করতেই।
এরপর মঈন আলি এবং জনি বেয়ারস্টোর উইকেটও হারায় ইংল্যান্ড। ততক্ষণে লিডে পৌঁছে যায় স্বাগতিকরা। দলের লিড বাড়ান স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস। দুইজনে গড়েন ৬৫ রানের উইকেট। ২৯ রান করা ব্রডের বিদায়ের পর জেমস অ্যান্ডারসনকে নিয়ে লিড বড় করতে পারেননি ওকস। ৩ রানে অ্যান্ডারসন আউট হয়ে গেলে ৩৭৪ রানে থেমে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ওকস অপরাজিত থাকেন ৩৭ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন নাথান লায়ন এবং প্যাট কামিন্স। দুটি করে উইকেট পান জেমস প্যাটিনসন এবং পিটার সিডল।

নিজেদের প্রথম ইনিংসে স্টিভ স্মিথের একার লড়াইয়ে ২৮৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১৪৪ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। দলের আর কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির ঘর পার করতে পারেননি। স্মিথকে সঙ্গ দিয়ে ৪৪ রানের ইনিংস খেলেন সিডল।
দুর্দান্ত বোলিং করে অজি শিবিরে একের পর এক আঘাত হেনে পাঁচ উইকেট তুলে নেন ব্রড। এছাড়া তিনটি উইকেট নেন ক্রিস ওকস। একটি করে উইকেট আসে স্টোকস এবং মঈন আলির বোলিংয়ে।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ২৮৪, অলআউট; ওভার- ৮০.৪
স্মিথ ১৪৪, সিডল ৪৪; ব্রড ৫/৮৬ , ওকস ৩/৫৮
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ৩৭৪, অলআউট; ওভার- ১৩৫.৫
বার্নস ১৩৩, রুট ৫৭; কামিন্স ৩/৮৪, লায়ন ৩/১১২