বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং (এইচপি) ক্রিকেট দল। বাংলাদেশ ইমার্জিং (এইচপি) দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ খেলতে আগামী ১৬ আগস্ট বাংলাদেশে আসবে লঙ্কান দলটি।
১৯ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট। সিরিজের প্রথম দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে।

সিরিজের তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচটি ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া চারদিনের প্রথম ম্যাচটিও অনুষ্ঠিত হবে খুলনায়। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারদিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে এই সিরিজের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করার কাজ শুরু করেছেন হাইপারফর্মেন্স ইউনিটের কোচ সায়মন হেলমট। এমন সিরিজ বাংলাদেশের ক্রিকেটারদের বিশেষভাবে প্রয়োজন বলে মনে করেন তিনি।
অস্ট্রেলিয়ান এই কোচ বলেছেন, ‘আমাদের অনেক ইমার্জিং অনূর্ধ্ব-২৩ ম্যাচ খেলতে হবে। তাই আমরা কঠোর অনুশীলন করছি। সামনে ঈদের ছুটি রয়েছে। এরপর আমরা আবার ১৯ আগস্ট প্রথম ম্যাচের আগে অনুশীলন শুরু করব।’