promotional_ad

বাজে আম্পায়ারিংয়ে শুরু ঐতিহাসিক অ্যাশেজ

ছ??িঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের সর্বশেষ আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাজে আম্পায়ারিং। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেও সেই বাজে আম্পায়ারিং অব্যাহত আছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনই আম্পায়ার আলিম দার ও জোয়েল উইলসন সাতটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন।


রিভিউ নিয়ে এর মধ্যে পাঁচটি সিদ্ধান্তকেই ভুল প্রমাণ করেছে দুই দল। তাছাড়া ২জন দুর্ভাগা ব্যাটসম্যান আছেন যাদের ভুল সিদ্ধান্ত বরণ করে নিতে হয়েছে। অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং জেমস প্যাটিনসনের বিরুদ্ধে দেয়া সিদ্ধান্ত দুটি ভুল ছিল।


স্টুয়ার্ট ব্রডের করা ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ভুল সিদ্ধান্তে বেঁচে যান ডেভিড ওয়ার্নার। ব্রডের করা বলটি ওয়ার্নারের ব্যাট ছুঁয়ে সরাসরি জমা হয় ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর গ্লাভসে।


জোরালো আবেদনে সারা দেননি আম্পায়ার আলিম দার। টিভি রিপ্লেতে দেখা যায়, বল ওয়ার্নারের ব্যাট ছুঁয়েছিল। চতুর্থ ওভারের পঞ্চম বলে ব্রডকে লেগ সাইডে খেলতে গিয়ে মিস করেন ওয়ার্নার, বল আঘাত হানে তার প্যাডে। জোরালো আবেদনের পর আউট দেন আম্পায়ার আলিম দার।



promotional_ad

অন্যপ্রান্তে থাকা ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে আলোচনা করেও রিভিউ না নিয়ে সিদ্ধান্ত মেনে নিয়ে সাজঘরে ফিরে যান ওয়ার্নার। এরপর রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরে ছিল। এরপর আরেকটি ভুল সিদ্ধান্ত আসে ১৫তম ওভারের দ্বিতীয় বলে। 


ক্রিস ওকসের করা বলটি ডিফেন্স করতে গিয়ে উসমান খাওয়াজার ব্যাট ছুঁয়ে বেয়ারস্টোর হাতে জমা পড়ে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় ইংল্যান্ড। টিভি রিপ্লেতে দেখা যায় খাওয়াজার ব্যাট ছুঁয়েছে বলটি। ফলে থার্ড আম্পায়ার আউট দেন।


৩৪তম ওভারের পঞ্চম বলে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের শিকার হন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ব্রডের করা বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। তবে বলটি সরাসরি আঘাত হানে তাঁর প্যাডে। জোরালো আবেদনের ফলে আউট দেন আলিম দার। বিস্মিত হয়ে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন স্মিথ। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি স্টাম্প মিস করেছে। ফলে বেঁচে যান মিডল অর্ডার এই ব্যাটসম্যান।


এর ৭ বল পর আরেকটি বাজে আম্পায়ারিংয়ের ঘটনা ঘটে। ক্রিস ওকসের করা ৩৫তম ওভারের শেষ বলে লেগ সাইডে খেলতে গিয়ে মিস করেন ম্যাথু ওয়েড। ইংলিশ ফিল্ডাররা কট বিহাইন্ডের জোরালো আবেদনে সারা দেননি আম্পায়ার উইলসন। ইংলিশ অধিনায়ক জো রুট রিভিউ নিলে সেই সিদ্ধান্তে বদল আসে। থার্ড আম্পায়ার ওয়েডকে আউট ঘোষণা করেন।


৪০তম ওভারে শেষ বলে ব্রডের ইন-সুইঙ্গার আঘাত হানে জেমস প্যাটিনসনের প্যাডে। আম্পায়ার আলিম দারও আঙুল তুলে দেন। ব্যাটসম্যান অবশ্য রিভিউ নেননি, সোজা হাঁটা দেন প্যাভিলিয়নের দিকে। রিভি রিপ্লেতে দেখা যায় বলটি স্টাম্প মিস করেছে।



অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের শেষে ভুল সিদ্ধান্তটি আসে ৪৭তম ওভারের প্রথম বলে। ওকসের করা ফুল লেংথ ডেলিভারিটি সরাসরি আঘাত হানে পিটার সিডলের প্যাডে। আম্পায়ার উইলসন ফিল্ডারদের আবেদনের প্রেক্ষিতে আউট দেন। তবে রিপ্লেতে দেখা যায় বলটি ব্যাট স্পর্শ করে প্যাডে লেগেছিল।


এদিকে অ্যাশেজের প্রথম দিনেই বাজে আম্পায়ারিংয়ের তুমুল সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন। 


ওয়ার্ন তাঁর টুইটে লিখেছেন, ‘প্রথম বল থেকেই ভয়াবহ আম্পায়ারিং...।’ নাসের হোসাইন বলেছেন, ‘আম্পায়ারদের জঘন্য দিন। আমরা জানি, কাজটা কঠিন, তা মেনে নিয়েও বলছি, সত্যিই খুব বাজে আম্পায়ারিং হয়েছে।’ মাইকেল ভনের টুইট, ‘কোনটি বেশি খারাপ বুঝতে পারছি না—ব্যাটিং না আম্পায়ারিং।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball