promotional_ad

প্রত্যাবর্তনেই কোহলিকে ছাড়ালেন স্মিথ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে ১৬ মাস পর ফিরেছেন স্টিভ স্মিথ। প্রত্যাবর্তনটা রাজকীয়ভাবেই করেছেন তিনি। অ্যাশেজের প্রথম দিনই হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। আর এই সেঞ্চুরি দিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়েছেন অজি ডানহাতি এই ব্যাটসম্যান।


এজবাস্টনে অ্যাশেজের উদ্বোধনী দিনে ইংলিশ বোলারদের বিপক্ষে একাই লড়াই করে টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। সবচেয়ে কম ইনিংসে ২৪তম সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১১৮ ইনিংসে ২৪তম সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ।



promotional_ad

টেস্ট ফরম্যাটের এক নম্বর ব্যাটসম্যান কোহলি ২৪টি সেঞ্চুরি করতে খেলেছেন ১২৩ ইনিংস। দ্বিতীয় স্থানটি এতোদিন তাঁর দখলেই ছিল। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার টেস্টে ২৪ সেঞ্চুরি হাঁকাতে খেলেছিলেন ১২৫ ইনিংস।


সবচেয়ে কম ইনিংসে ২৪ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের। ৬৬ ইনিংসে ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন এই কিংবদন্তি।


এ ছাড়া অ্যাশেজের ১১৭ বছরের রেকর্ডও ভেঙেছেন স্মিথ। অ্যাশেজের প্রথম দিনে স্মিথ ১৪৪ রানের ইনিংস খেলেছেন, যা এর আগে আর কেউই খেলতে পারেনি। ১৯০২ সালের অ্যাশেজে প্রথম দিনে ১৩৮ রান করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান জনি টিলডেসলি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball