ক্ষমা চেয়েছেন অ্যান্ডারসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। ২০১৯ অ্যাশেজের উদ্বোধনী ম্যাচের প্রথম দিনই চোটের কারণে মাঠ ছাড়তে হয় বাঁহাতি এই পেসারকে। পুরো দিন মাঠের বাইরে ছিলেন তিনি। যে কারণে বেশ হতাশ অ্যান্ডারসন, জানিয়েছেন তাঁরই সতীর্থ স্টুয়ার্ট ব্রড।
নিজের প্রথম স্পেলে বোলিং করতে এসেই ডানপায়ের মাংশ পেশিতে টান লাগে অ্যান্ডারসনের। মাত্র ৪ ওভার বোলিং করতেই চোট নিয়ে সাজঘরে ফিরে যান তিনি। বাকি দিনও মাঠে নামতে পারেননি এই পেসার। বল হাতে সতীর্থদের পাশে দাঁড়াতে পারেননি বিধায় সবার কাছে ক্ষমা চেয়েছেন অ্যান্ডারসন, জানিয়েছেন ব্রড।

অ্যাশেজের প্রথম দিন শেষে ব্রড বলেন 'সে (অ্যান্ডারসন) ভেঙে পড়েছে, হতাশও অনেক। দলের সব বোলারের কাছে এসে ক্ষমা চেয়েছে। যদিও ক্ষমা চাওয়ার মতো কিছু করেনি। সে কিছুটা ক্ষিপ্ত কারণ আজ মাঠে নামতে পারেনি। বোলিং বিভাগকে দুর্বল করে দিয়েছে সে, এমনটা ভাবনা তার। কিন্তু সেটা না। ফাস্ট বোলারদের জন্য চোট নিয়মিত দৃশ্য। কিন্তু তার চোট তাকে ভেঙে দিয়েছে।'
চলতি বছরের ২ জুলাই পায়ের মাংশ পেশির এই ইনজুরিতে পড়েছিলেন অ্যান্ডারসন। ডারহামের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় এই চোট পান তিনি। সেই পুরনো চোট আবার মাথাচাড়া দিয়েছে।
ইংল্যান্ডের অ্যাশেজজয়ী অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, অ্যান্ডারসনের এই চোট পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অনেক বড় প্রভাব ফেলবে।
বিবিসিকে তিনি বলেন, 'মনে হচ্ছে কয়েক সপ্তাহের জন্য খেলতে পারবে না। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে তাকে খেলানো উচিত ছিল। কারণ সেখানে তার পায়ের অবস্থা সম্পর্কে জানা যেত।'