দ. আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেন নিগাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ('এ') নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ছয় উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং ('এ') নারী দল। এই ম্যাচ হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এক ম্যাচ বাকি থাকতেই হেরেছে নিগার সুলতানার দল।
এদিন বাংলাদেশ নারী 'এ' দলের দেয়া ১২০ রানের লক্ষ্য তিন বল হাতে থাকতেই তাড়া করে ফেলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় প্রোটিয়া নারী 'এ' দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ভ্যান নেইকের্ক। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় উপহার দেন চারে নামা নেইকের্ক। স্বল্প রানের লক্ষ্য হলেও স্বাগতিকদের চেপে ধরে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিলেন শায়েলা শারমিন, নাহিদা আক্তাররা। ৬৮ রানে চার উইকেট তুলে নেয় বাংলাদেশ নারী 'এ' দল। এরপর আর উইকেট নিতে পাড়ায় ম্যাচটি হারতে হয়েছে সফরকারীদের।
শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন শায়েলা। একটি করে উইকেট পান নাহিদা এবং রিতু মনি।

এর আগে টস জিতে বাংলাদেশ নারী 'এ' দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। আগে ব্যাটিং করার সুযোগ পেয়েও বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন নিগার সুলতানা, সানজিদা ইসলামরা।
চার উইকেটে মাত্র ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী 'এ' দল। নির্ধারিত ২০ ওভার খেললেও প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান বাড়াতে পারেননি নিগাররা।
বাংলাদেশে হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা। অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া ৩৩ রানের ইনিংস খেলেন ওপেনার সানজিদা। দক্ষিণ আফ্রিকার নারী 'এ' দলের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন শেখুখুনে।
একটি করে উইকেট তুলে নেন ইয়েকিল এবং নেইকের্ক। অলরাউন্ডিং দারুণ পারফর্মেন্স দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন নেইকের্ক।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ইমার্জিং নারী দলঃ ১১৯/৪, ওভার- ২০
(নিগার ৪৪*, সানজিদা ৩৩; শেখুখুনে ২/২৩)
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলঃ ১২০/৪, ওভার- ১৯.৩
(ভ্যান নেইকের্ক ৫০*, টুনিক্লিফ ২০*; শায়লা ২/১৩)