promotional_ad

নিজেই দায়িত্ব ছেড়েছেন ওয়ালশ

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এমন তথ্যই জানা ছিল সবার। কিন্তু ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালশ জানিয়েছেন, তিনি নিজেই বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক ছিলেন না।


২০১৬ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ওয়ালশ। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছিল বিসিবির। এর বেশি কাজ করতে তিনিও আগ্রহী ছিলেন না, আগেই বিসিবিকে এ বিষয়ে জানিয়ে রাখেন ওয়ালশ। যে কারণে বিশ্বকাপের পর ইংল্যান্ড থেকেই দেশে ফিরে যান ক্যারিবীয় সাবেক এই অধিনায়ক।



promotional_ad

ওয়ালশের বক্তব্য, 'বাংলাদেশ দলের সঙ্গে আমি ভালো সময় কাটিয়েছি। আমি বিশ্বাস করি এটা উপযুক্ত সময় ঘরে ফিরে আসার। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম বিশ্বকাপের পর আমি থাকব না।'


ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন ওয়ালশ। যে কারণে বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করেননি এই কিংবদন্তি। নতুন করে সাজানো ক্যারিবীয় দলটিকে নিজের অভিজ্ঞতা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে চান সাবেক এই ফাস্ট বোলার।


'ওয়েস্ট ইন্ডিজ আমার হৃদয়ে সব সময়ই ছিল। আমি বিশ্বাস করি, নতুন এই দলের জন্য অনেক বড় অবদান রাখতে পারব।' বলেছেন ওয়ালশ।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball