অ্যাশেজের প্রথম দিনই ইংল্যান্ড শিবিরে দুশ্চিন্তা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজের শুরুতেই ইনজুরি দুশ্চিন্তা ভর করেছে ইংল্যান্ড শিবিরে। ডান পায়ের মাংশ পেশিতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।
প্রথম দিনের বাকি অংশে মাঠে নামা অনিশ্চিত টেস্ট ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই পেসার। ইংল্যান্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্ডারসনের চোট পরীক্ষা করতে বিকালে তাঁর পা স্ক্যান করানো হবে।

নিজের প্রথম স্পেলে বোলিং করতে এসেই এই চোটের কবলে পড়েন বাঁহাতি এই পেসার। মাত্র ৪ ওভার বোলিং করতে পেরেছেন তিনি। যেখানে ৩টিই ছিল মেইডেন ওভার।
চলতি বছরের ২ জুলাই পায়ের মাংশ পেশির এই ইনজুরিতে পড়েছিলেন অ্যান্ডারসন। ডারহামের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় এই চোট পান তিনি।
অ্যান্ডারসনের পুরনো চোটের আবির্ভাব ভীতি সৃষ্টি করেছে ইংলিশ শিবিরে। স্ক্যান রিপোর্টে কোনো টিয়ার ধরা পড়লে পরবর্তী এক থেকে দুটি টেস্ট তাঁকে ছাড়াই খেলতে হতে পারে ইংল্যান্ডকে।