মন্দের ভালো মুশফিক-শফিউল

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে সবার প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে দেখা গেছে ছন্নছাড়া অবস্থায়। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছে দলটি। একটি ম্যাচেও স্বাগতিকদের চোখে চোখ রেখে লড়াই করতে পারেননি তামিম ইকবালরা। তবে এতো হতাশার মাঝেও বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছে শফিউল ইসলাম এবং মুশফিকুর রহিমের পারফর্মেন্স।
সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিক। তিন ম্যাচে ৮৭.৫০ গড়ে ১৭৫ রান সংগ্রহ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বল হাতে পুরো সিরিজে বেশ ভালো ছন্দে ছিলেন শফিউল। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সি গায়ে নিজেকে ভালোই রাঙিয়েছেন ডানহাতি এই পেসার।

উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন শফিউল। তিন ম্যাচে ৬.৬২ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন তিনি। শফিউল ছাড়াও বোলারদের তালিকায় সেরা পাঁচে আছেন সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহিম।
দুইজনই চারটি করে উইকেট নিয়েছেন। যদিও তিন ম্যাচ খেলা সৌম্যর তুলনায় এক ম্যাচ কম খেলেছেন মুস্তাফিজ। তবে ইকোনমিতে এগিয়ে থেকে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন সৌম্য (৫.৫৬)। মুস্তাফিজ (৬.৯৪) রয়েছেন চতুর্থ স্থানে।
দ্বিতীয় এবং পঞ্চম স্থানে রয়েছেন নুয়ান প্রদীপ এবং দাশুন শানাকা। দুই ম্যাচ খেলে ৫.৪৭ ইকোনমিতে বোলিং করে ৫ উইকেট নিয়েছেন দুই নম্বরে থাকা প্রদীপ। এক ম্যাচেই ৩ উইকেট নিয়েছেন শানাকা। তাঁর ইকোনমি রেট ৪.৫০।
সেরা পাঁচ ব্যাটসম্যানের শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে ১৮৭ রান সংগ্রহ করেছেন সিরিজ সেরা এই ডানহাতি। দ্বিতীয় স্থানে আছেন কুশল পেরেরা। তিন ম্যাচে একটি সেঞ্চুরিসহ ১৮৩ রান করেছেন তিনি।
ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন কুশল মেন্ডিস এবং দিমুথ করুনারত্নে। এক হাফ সেঞ্চুটিসহ ১৩৮ রান সংগ্রহ করেছেন মেন্ডিস। সমান ম্যাচে লঙ্কান অধিনায়ক করুনারত্নে সংগ্রহ করেছেন ৯৭ রান।