হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

ছবি: ছবিঃ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল।
আগে ব্যাট করে বাংলাদেশের মেয়েদের ১৩১ রানের লক্ষ্য দিয়েছিল প্রোটিয়ারা। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নারী ইমার্জিং দলের ইনিংস থেমেছে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার মুরশিদা খাতুন এবং সানজিদা ইসলাম। ১ রান করে মুরশিদা ফিরলে ১৬ রানের ওপেনিং জুটি ভাঙে।
এরপর ১২ রান করে ফিরেছেন ওয়ান ডাউন ব্যাটসম্যান নিগার সুলতানা। ওপেনার সানজিদা ২১ রানে আউট হন। মিডল অর্ডারে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছিলেন ফাহিমা খাতুন।

তিনি ৩৪ রান করে ফিরে গেলে আবারও শুরু হয় টাইগ্রেস ব্যাটসম্যানদের আসা যাওয়া। শেষ দিকে ঋতু মনির ১৯ রান ছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে নির্ধারিত ২০ ওভার বাংলাদেশের মেয়েদের ইনিংস থামে ১২৫ রানে।
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন তুমি শেখুখুনে। একটি করে উইকেট গেছে এন লাবা, আয়াবঙ্গা খাকা, ডি ক্লার্ক এবং এভোডিয়া ইয়েকিলের ঝুলিতে।
এর আগে বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ত্রিশা ছেট্টি এবং তাজমিন ব্রিটসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় প্রোটিয়ারা। এই দুজনে ওপেনিংয়ে যোগ করেন ১২৭ রান।
ছেট্টি ৭২ এবং ব্রিটস ৫২ রান করে আউট হন। এরপর দ্রুত আরও দুটি উইকেট হারালে তাঁদের ইনিংস থামে ৪ উইকেট হারিয়ে ১৩০ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে ঋতু মনি একাই নেন ২টি উইকেট। একটি উইকেট পেয়েছেন খাদিজাতুল কুবরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলঃ ১৩০/৪ (২০ ওভার) (ব্রিটস , ছেট্টি ৭২; ঋতু ২/৩০)
বাংলাদেশ ইমার্জিং নারী দলঃ ১২৫/৯ (২০ ওভার) ( ফাহিমা ৩৪, সানজিদা ২১; শেখুখুনে৩/২১)