দলে ক্লান্তির ছাপ নেইঃ সৌম্য
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় সিরিজের পর বিশ্বকাপ মিশন। টানা দুই মাস প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে দেশে ফেরা বাংলাদেশ দল সেভাবে বিশ্রামের সুযোগ পায়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে যেতে হয়েছে শ্রীলঙ্কায়। তামিমবাহিনীর শরীরী ভাষায় ক্লান্তির ছাপ স্পষ্ট। ইতোমধ্যে সিরিজও হেরেছে তারা। তবু সৌম্য সরকারের দাবি, ক্লান্তি ভর করেনি ক্রিকেটারদের মধ্যে।
দলের ক্রিকেটারদের শরীরী ভাষায় যখন ক্লান্তির ছাপ স্পষ্ট, তখন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার বলছেন, 'আমাদের কাজটা আসলে খেলা। আমরা খেলতেই এসেছি। ব্যক্তিগতভাবে কেউ ক্লান্তিতে আছে কিনা আমি জানি না।

তবে আমার কাছে মনে হয় দলের সঙ্গে আমি যখন অনুশীলন করেছি, কাউকে সেভাবে ক্লান্ত দেখিনি। সবার মধ্যেই একটা ক্ষুধা ছিল ভালো করার। কারণ বিশ্বকাপে যেমন ভালো করার দরকার ছিল, সেভাবে ভালো করতে পারিনি আমরা।'
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ খেলেছে পাঁচটি ওয়ানডে ম্যাচ। সেখানে ট্রফি জিতে ইংল্যান্ডে গিয়ে ভারত ও পাকিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মাশরাফিবাহিনী।
এরপর বাংলাদেশ বিশ্বকাপে খেলেছে আটটি ম্যাচ। সব মিলিয়ে গত দুই মাসে ১৫টি ওয়ানডে খেলেছেন তামিম-মুশফিকরা। এতো অল্প সময়ে এতগুলো ওয়ানডে কখনোই খেলেনি বাংলাদেশ।
বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে গিয়ে এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছে তামিমবাহিনী। দুটিতে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে তারা।