সবাইকে খুশি করা সম্ভব নয়ঃ নান্নু

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনেক সমালোচনা থাকার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ার পর সমালোচনার জবাব দিয়েছেন প্রধান নির্বাচক নান্নু।


সাবেক এই অধিনায়কের মতে, জাতীয় দলের পারফর্মেন্সের ওপরেই নির্ভর করে নির্বাচকদের সাফল্য এবং ব্যর্থতা। এক্ষেত্রে অনেকটাই সফল হয়েছেন তাঁরা, দাবি নান্নুর।


promotional_ad

রবিবার গণমাধ্যমে নান্নু বলেছেন, 'আপনি সবাইকে সবসময় খুশি করতে পারবেন না। দলের ফলাফলের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। শেষ ম্যাচ ছাড়া বিশ্বকাপে দল খুবই ভালো খেলেছে। বিশ্বকাপে কিন্তু আমরা খারাপ কোনোভাবেই খেলিনি। আর শ্রীলঙ্কার কন্ডিশনে পৃথিবীর সব দেশই কিন্তু ভোগে।' 


জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে নজর থাকতে হয় নির্বাচকদের। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার খুঁজে বের করে আনতে হয়। নির্বাচকদের দায়িত্ব সম্পর্কে সাধারণ দর্শক জানে না বলেই সমালোচনা করে, এমনটাই নান্নুর বিশ্বাস।


'জাতীয় দলের বাইরে নির্বাচকদের অনেক কাজ থাকে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে নজর দিতে হয়। ঘরোয়া ক্রিকেটে নজর রাখতে হয়। আবার বয়স ভিত্তিক ক্রিকেটেও নজর রাখতে হয়। শুধু জাতীয় দলে নজর দিলে হয় না। ফার্স্ট ক্লাস ক্রিকেটকে আমরা কিভাবে নিচ্ছি সেটাও দেখতে হয়। 


আমরা শুধু জাতীয় দল নিয়ে কাজ করছি এটা ঠিক না। এটা অনেকে জানে না। সমালোচনা করার সময় মানুষ ওভাবেই সমালোচনা করে। এখানে কিন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেট, প্রিমিয়ার লিগ আবার বিপিএল- সব দেখেই কিন্তু ঠিক করতে হয়।' বলেছেন নান্নু। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball