বোঝা সরাতে পারছেন না তামিম

ছবি: ছবি- এএফপি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের আগে থেকেই ধীরগতির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় ছিলেন তামিম ইকবাল। পুরো আসরে রান করতেও ভুগেছেন তিনি। এবার শ্রীলংকা সফরে অধিনায়ক হিসেবে খেলতে গিয়েছেন তামিম। সেখানেও ব্যর্থ হচ্ছেন। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি নেতৃত্বের বোঝা কি একটু বেশি হয়ে গেল না তামিমের জন্য!
বিশ্বকাপ শেষ হলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপে আট ম্যাচ খেলে মাত্র একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। দর্শকদের নজরে এসেছে ব্যাটিংয়ের সময় তাঁর স্বল্প আত্মবিশ্বাস এবং নেতিবাচক মানসিকতা। বাজে ফিটনেসের কারণে রানিং বিটুইন দ্যা উইকেটে তামিমের দুর্বলতাও পরিলক্ষিত হয়।

চলমান শ্রীলংকা সফরেও এগুলো থেকে বের হতে পারলেন না দেশসেরা তকমা পাওয়া এই ব্যাটসম্যান। প্রথম ওয়ানডেতে লাসিথ মালিঙ্গার বলে শূন্য রানে বোল্ড হয়ে ফিরলেন।
দ্বিতীয় ম্যাচে ইসুরু উদানার অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরেছেন তামিম। ফেরার আগে করেছেন ৩১ বলে ১৯ রান।
এ নিয়ে টানা ছয় ম্যাচে বোল্ড হয়েছেন তামিম। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের পর চলমান শ্রীলংকা সিরিজের প্রথম দুই ম্যাচে বোল্ড হয়েছেন তিনি।
নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সহ অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় অফফর্মে থাকা তামিমকেই অধিনায়ক বানিয়ে শ্রীলঙ্কায় পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ব্যাটিংয়ে একটানা খারাপ করতে থাকা তামিমের কাঁধে যুক্ত হয়েছে এখন নেতৃত্বের বোঝা। এ বোঝা কি আদৌ সহ্য করতে পারছেন তামিম?