অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলে জফরা আর্চার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জফরা আর্চারকে রেখেই অ্যাশেজ সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। বিশ্বকাপে আর্চারের দুর্দান্ত বোলিং তাঁকে ইংল্যান্ডের অ্যাশেজ দলেও জায়গা করে দিয়েছে। এবার ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকও হতে যাচ্ছে আর্চারের।
২০ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন আর্চার। এমন পারফর্মেন্সেই টেস্ট দলের দরজা খুলে গেল তার। ২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ২৮ ম্যাচে ১৩১ উইকেট শিকার করেছেন তিনি।

এই সিরিজে অধিনায়ক জো রুটের সহকারী হিসেবে থাকবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। দলের বোলিং বিভাগকে শক্তিশালী করতে আর্চার, জিমি অ্যান্ডারসন, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রডদের সঙ্গে রাখা হয়েছে ওলি স্টোন্সকে।
ইংল্যান্ডের অ্যাশেজ দলে ডাক পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জেসন রয়ও। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বেশি পারফর্মেন্সকে প্রাধান্য দিয়ে এই স্কোয়াড সাজানো হয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান নির্বাচক এড স্মিথ।
তাঁর ভাষায়, 'কিছু বোলার ইনজুরি এবং চোট থেকে ফিরেছে। এ ছাড়া কিছু বোলার যারা বিশ্বকাপে খেলেছে তাদের প্রতি নজর রাখা হয়েছে। টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত কিনা সেটা দেখার জন্য।'
ইংল্যান্ড অ্যাশেজ স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), মঈন আলি, জিমি অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্ন্স, জস বাটলার, স্যাম কারান, জো ডেনলি, জেসন রয়, বেন স্টোকস, ওলি স্টোন্স, ক্রিস ওকস।