বিদায় বেলায় মালিঙ্গাকে তামিমের 'হ্যান্ডস আপ'

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে তাঁর সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন তামিম ইকবাল। দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক। ম্যাচ শেষে মালিঙ্গার করা বলটির ভূয়সী প্রশংসা করেন তামিম।
প্রশংসা করতে গিয়ে 'হ্যান্ডস আপ' অর্থাৎ নিজের অসহায় আত্মসমর্পণের ইঙ্গিতই দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। এ দিন মালিঙ্গার মোট পাঁচটি বল খেলতে পেরেছেন তামিম।

ম্যাচ শেষে গণমাধ্যমকে তামিম বলেছেন, 'সে (মালিঙ্গা) সবসময়ই একজন বিশেষ বোলার। এটা তাঁর শেষ খেলা ছিল। সে জানে কোন সময় কি করতে হবে। সেটা খুব ভালো ভাবেই করে দেখিয়েছে এই ম্যাচে। দেখুন শুধু আমি না সবাই জানে সে ইয়র্কারের চেষ্টা করবে।
কিছু কিছু ডেলিভারিতে আপনার আসলে কিছুই করার থাকবে না। শেষ মুহুর্তে আপনি কি করবেন? আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি। তৃতীয় বলটিতে বেশ ভালোভাবে মোকাবেলা করেছিলাম ইয়র্কার। পঞ্চম ডেলিভারিটা অনেক বেশি ভালো ছিল। তাই এটা ভালো ভাবে খেলতে পারিনি। এই ডেলিভারিটির জন্য আমি হেন্ডস আপ করছি।'
ম্যাচটিতে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। তামিম ইকবালের দল ৩১৪ রানের লক্ষ্য তাড়ায় অলআউট হয়েছে মাত্র ২২৩ রান করে। একইসাথে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা।