আয়ারল্যান্ডকে ৩৮ রানে গুটিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ডকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দিয়ে লর্ডস টেস্টে ১৪৩ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য আইরিশদের সামনে লক্ষ্য ছিল ১৮২ রানের। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড।
দলের হয়ে দুই অঙ্কে পৌঁছেছেন কেবল জেমস ম্যাককোলাম। তাঁর ব্যাট থেকে এসেছে ১১ রান। দুই ইংলিশ বোলার ক্রিস ওকস এবং স্টুয়ার্ট ব্রড ভাগাভাগি করে আয়ারল্যান্ডের ১০ উইকেট নিয়েছেন।
১৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ১৭ রানে ৬ উইকেট দখল করেছেন ক্রিস ওকস। লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ইংলিশরাও। তাঁরা গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৫ রানে।

নিজেদের প্রথম ইনিংসে ২০৭ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে আয়াল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ঠিকই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা সংগ্রহ করে ৩০৩ রান।
নাইটওয়াচম্যান হয়ে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি বঞ্চিত হলেও দলকে ভালো অবস্থানে রেখে যান জ্যাক লিচ। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থেকে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া জেসন রয় ৭২ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড (প্রথম ইনিংস): ৮৫/১০ (২৩.৪ ওভার) (ডেনলি ২৩, স্যাম ১৮, স্টোন ১৯; মুরতাঘ ৫/১৩)
আয়ারল্যান্ড (প্রথম ইনিংস): ২০৭/১০ (৫৮.২ ওভার) (অ্যান্ডি বালবিরনি ৫৫, স্টার্লিং ৩৬; স্যাম ৩/২৮)
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ৩০৩/১০ (৭৭.৫ ওভার) (রয় ৭২, লিচ ৯২; থম্পসন ৩/৪৪)
আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ৩৮/১০ (১৫.৪ ওভার) ( ম্যাককোলাম ১১; ব্রড ৪/১৯, ওকস ৬/১৭)