অ্যাশেজ সিরিজের দলে স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মাইকেল নেসার অস্ট্রেলিয়া দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। এ ছাড়া ক্যামেরন ব্যানক্রফট, ম্যাথু ওয়েড, পিটার সিডল এবং মিচেল মার্শ দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘটে যাওয়া বল টেম্পারিং কাণ্ডের পর প্রথমবারের মতো অজি দলে জায়গা হলো ব্যানক্রফটের। এই কাণ্ডে জড়িত বাকি দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার অজিদের হয়ে বিশ্বকাপ খেলেছেন। নিজেদের পারফর্মেন্স দিয়ে এবার অ্যাশজ দলেও জায়গা করে নিয়েছেন তাঁরা।

অস্ট্রেলিয়ার নির্বাচকদের চেয়ারম্যান ট্রেভর হন্স বলেছেন, ‘সম্প্রতি সময়ে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে টেস্ট স্কোয়াডে জায়গা দিতে বাধ্য করেছে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফট।’
দলে ডাক পাওয়া ওয়েডের প্রাপ্য ছিল বলে বলে জানিয়েছেন ট্রেভর হন্স। ২০১৭ সালে শেষবারের মতো অস্ট্রেলিয়ার হয়ে খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন।
‘অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়া ম্যাথু ওয়েডের প্রাপ্য। গত গ্রীষ্মে প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার ২১ রান করেছে সে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছে ওয়েড। গত সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলেছে সে।’ বলেছেন হন্স।
অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্কোয়াডঃ টিম পেইন (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, পিটার সিডল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু