আজ রাতে ইংল্যান্ড যাচ্ছেন জাহানারা-ফারজানা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আইসিসির উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের (ডব্লিউজিডিএস) হয়ে খেলার জন্য আজ (২৫ জুলাই) ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেবেন বাংলাদেশের পেসার জাহানারা আলম ও ব্যাটসম্যান ফারজানা হক। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বেন এই দুই বাংলাদেশি তারকা।


মেয়েদের ক্রিকেটের শীর্ষ দেশগুলোর বাইরে অন্য দেশগুলোর ক্রিকেটারদের মান উন্নয়নের প্রচেষ্টা হিসেবে উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করেছে আইসিসি। এটি আইসিসির উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের তৃতীয় দল।


promotional_ad

গত বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে এবং শেষের দিকে অস্ট্রেলিয়ায় খেলেছে প্রথম দুটি দল। বাংলাদেশ, পাকিস্তান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে এবারের দলটি।


ডব্লিউজিডিএস দলটির নেতৃত্ব দেবেন পাকিস্তান নারী দলের তারকা ব্যাটসম্যান জাভেরিয়া খান। তিনদিনে দুটি করে মোট ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি। ইংল্যান্ড সুপার লিগের বিভিন্ন দলের বিপক্ষে খেলবে ডব্লিউজিডিএসের এই দল।


সোমবার (২৯ জুলাই) সারেতে প্রথম দুটি ম্যাচে জাহানারাদের প্রতিপক্ষ ইংল্যান্ড উইমেন্স একাডেমি দল। ৩১ জুলাই হ্যাম্পশায়ারে দুই ম্যাচের প্রতিপক্ষ ইসিবি সুপার লিগের দল সাউদার্ন ভাইপার্স ও সারে স্টার্স। ২ অগাস্ট সারেতে এই দুই দলের বিপক্ষেই আবার মাঠে নামবেন জাহানারা-ফারজানারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball