promotional_ad

ভাগ্যিস চোকার শুনতে হচ্ছে নাঃ বাটলার

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। এর আগে তিনবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি দলটির। এবার ইংল্যান্ড ফাইনালে হারলে সমর্থকরা তাঁদের 'চোকার' ডাকতো বলে মনে করেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। কিন্তু ফাইনাল জিতে চোকার না হওয়ায় খুশি বাটলার।


পুরো বিশ্বকাপ জুড়ে ইংল্যান্ড যেভাবে খেলেছে এরপরও ফাইনালে হারলে এটা বড় ধরণের ব্যর্থতা হতো বলে ধারণা বাটলারের। এই পর্যায়ে হারের কথা চিন্তা করাই কঠিন ছিল বলে মনে করেন তিনি।



promotional_ad

'চিন্তা করুন দল হিসেবে মানুষ আমাদের কি বলতো, তাঁরা আমাদের চোকার বলে ডাকতো। তাঁরা যেকোনো কিছু বলতে পারতো। আমার মনে আছে একটি কমেন্ট দেখে জনি বেয়ারস্টো অনেক আঘাত পেয়েছি। আমরা যেভাবে বিশ্বকাপে খেলেছি, এটা বড় ধরণের ব্যর্থতা হতো। এটা চিন্তা করাই আমার জন্য মুশকিল ছিল।'


এবারের বিশ্বকাপের আগে ৮টি ফাইনাল খেলেছেন বাটলার। এর মধ্যে ৭টিতেই হারতে হয়েছিল তাঁকে। সমারসেটের হয়ে বেশ কয়েকটি ফাইনালে খেললেও কোনো শিরোপা জেতা হয়নি। তাছাড়া, ইংল্যান্ডের হয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতে হয়েছিল তাঁর দল ইংল্যান্ডকে।


নিজের দলকে বারবার হারতে দেখে বেশ হতাশ হয়ে গিয়েছিলেন বাটলার। তিনি জানিয়েছেন অন্য দলকে ট্রফি জিততে দেখা খুবই কষ্টের। এবার আর এমন কষ্টের ভাগীদার হতে চাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।



এই প্রসঙ্গে বাটলার বলেন, 'এর আগে আমি ৮টি ফাইনাল খেলেছি এবং এর সাতটিতেই হেরেছি। আমি সমারসেটের হয়ে অনেকগুলো খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছি ইংল্যান্ডের হয়ে। কলকাতায় টি-টোয়েন্টিতে হেরেছি। আমি জানি অন্য দলকে ট্রফি জিততে দেখা কতটা কষ্ট দেয়। আমি এমন কষ্ট পেতে চাইনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball