ঢাকা ডাইনামাইটসে বিশ্বকাপ জয়ী অধিনায়ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। বিপিএলের সপ্তম আসরে সাকিব আল হাসানের দল ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন তিনি।
রবিবার ঢাকা ডাইনামাইটসের প্রধাণ নির্বাহী ওবায়েদ নিজাম ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে মরগানের অভিজ্ঞতাকে চিন্তা করেই তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা।

ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'আসন্ন বিপিএল মৌসুমে ঢাকা ডাইনামাইটসের হয়ে বিপিএল খেলবেন ইয়ন মরগান। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর অভিজ্ঞতার কথা চিন্তা করেই চুক্তিবদ্ধ হয়েছি আমরা।'
এর আগেও বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে মরগানের। ২০১৪ সালের ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে খেলতে এসেছিলেন তিনি।
এরপর অবশ্য নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডের হয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। সব মিলিয়ে পাঁচ বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে আসছেন মরগান।
গেল রবিবার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জিতেছে ইয়ন মরগানের ইংল্যান্ড। তবে ছয় মাস আগেই মরগানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ঢাকা।