দ. আফ্রিকা সফর এশিয়ার কাপের প্রস্তুতিঃ আঞ্জু জাইন

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে শনিবার (২০ জুলাই) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ ইমার্জিং নারী দল ('এ' দল)। মেয়েদের এশিয়া কাপের আগে এমন একটি সিরিজ বেশ কাজে দেবে বলে মনে করছেন নারী ক্রিকেট দলের প্রধান কোচ আঞ্জু জাইন।
মূলত পাইপলাইনে থাকা নারী ক্রিকেটারদের গড়ে তুলতে এই সিরিজ বেশ কাজে দেবে বলে বিশ্বাস ভারতের সাবেক এই নারী ক্রিকেটারের। সিরিজটি এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেও কাজ করবে বলে মনে করছেন তিনি।
‘ইমার্জিংয়ের এই সফরটি আমাদের বেশ কাজে লাগবে। এশিয়া কাপসহ সামনে আমাদের অনেক সিরিজ আছে। আমরা আমাদের সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলাম। এটা আমাদের জন্য বেশ ভালো একটি সুযোগ।’
‘দুই-তিন জন বদলি ক্রিকেটারকে আমরা এর মাধ্যমে নির্ধারণ করতে পারব। এদিক দিয়ে চিন্তা করলে এটা আমাদের অনেক কাজে লাগবে। চার-পাঁচজন মেয়ে আছে যারা ইতোপূর্বে একবার সফর করেছে। তাদের এখন নতুনই বলা চলে। এটা তাদের জন্যেও সুযোগ।’ যোগ করেছেন সালমা-রুমামানদের কোচ।
সম্প্রতি রাজশাহীতে তিন সপ্তাহের ক্যাম্প শেষ করেছেন নারী ক্রিকেটাররা। এই ক্যাম্প থেকে বেশ কিছু উঠতি ক্রিকেটারকে জাতীয় নারী দলে নেয়ার আশা করছেন আঞ্জু।
দক্ষিণ আফ্রিকা সফরে রুমানা আহমেদ, শুকতারা ও জাহানারা আলমদের সঙ্গে খেলবেন রাজশাহীর ক্যাম্প থেকে উঠে আসা এসব ক্রিকেটার।
‘রাজশাহীতে আমরা তিন সপ্তাহের ক্যাম্প শেষ করেছি। ওরা যখন প্রিমিয়ার লিগে খেলেছে তখনও আমরা ওদের দেখেছি। প্রতিভাবান অনেকেই আছে।

আমরা এর মধ্যে থেকে ২৮ জনকে আলাদা করেছি। এদের সঙ্গে রাজশাহীতে আমরা কাজ করেছি। এরা সবাই প্রতিভাবান। তাঁরা দলে সুযোগ পেলে ভালো করবে আশা করছি।’ মিরপুরে বলেছেন আঞ্জু।