promotional_ad

লক্ষ্য বাড়ছে বিসিবি একাদশের

ছবিঃ রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতে চলমান ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বিসিবি একাদশের তৃতীয় দিন ভালো যায়নি। ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমির বিপক্ষে ২৯৯ রানে পিছিয়ে আছে মমিনুল হকের দল।


নিজেদের দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমি। নওশাদ শেখের সেঞ্চুরিতে এই সংগ্রহ করেছে তাঁরা।


বিসিবি একাদশের হয়ে এদিন চার উইকেট সংগ্রহ করেছেন পেসার তাসকিন আহমেদ। প্রতিপক্ষের চার জনকেই বোল্ড করে ফিরিয়েছেন তিনি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং মমিনুল হক।



promotional_ad

ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমির হয়ে একাই ১০৮ রান করেছেন নওশাদ। এছাড়া সরফরাজ খান ৩৬ ও সাইরাজ পাতিল ২৯ রান করেন। স্পিনার ইকবাল আব্দুল্লাহ ৪২ রানে শেষ দিন শুরু করবেন। 


আগের দিন পাঁচ উইকেটে ২৬১ রানে ব্যাট করা বিসিবি একাদশ নিজেদের প্রথম ইনিংসে থেমেছে ৩০৬ রানে। দুই অপরাজিত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানের জুটি যোগ করেছে ৭৫ রান। 


সোহানের ব্যাটে আসে ৮৭ রান। সাইফ হাসান ফিরেছেন ২৭ রানে। ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমির হয়ে মুকেশ চৌধুরী তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট শিকার করেন আকিব কোরায়শি, সায়রাজ পাতিল এবং নওশাদ শেখ। 


সংক্ষিপ্ত স্কোরঃ



ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমি ২য় ইনিংসঃ ২৭৪/৮ (৬৮ ওভার), (নওশাদ শেখ ১০৮, ইকবাল আবদুল্লাহ ৪২*, সরফরাজ খান ৩৬; তাসকিন ৪/৬৯, মমিনুল হক ১/৯)।


বিসিবি একাদশ ১ম ইনিংসঃ ৩০৬/১০ (৮৮ ওভার) (জহুরুল ৪৯, সাদমান ৪৯, সোহান ৮৭, শান্ত ৩৪; মুকেশ ৩/৬৫)।


ড. ডিওয়াই পাটিল ক্রিকেট অ্যাকডেমি ১ম ইনিংসঃ  ৩৩১/১০ (১০২.৫ ওভার), (অশয় সারদেশাই ১২৮, শুভম রঞ্চনে ৫০, আমান খান ৪৩; তাইজুল ৬/১৪৪,  তাসকিন ২/৪৭)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball