বিশ্বকাপজয়ী কোচ নাইট রাইডার্সে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেলিসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ব্যাটিং পরামর্শক হিসেবে দলটির সঙ্গে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
ভারতের গণমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সাবেক ম্যানেজার জয়ভট্টাচার্য এক টুইটের মাধ্যমে বিষয়টি জানিয়ছেন। তিনি লিখেছেন,
'কলকাতা ভক্তদের দারুণ একটি খবর জানাচ্ছি। ট্রেভর বেলিস এবং ব্রেন্ডন ম্যাককালাম কলকালায় ফিরেছেন। বেলিস হেড কোচের দায়িত্বে থাকবেন, ম্যাককালাম ব্যাটিং কোচ বা পরামর্শকের ভূমিকা পালন করবে। কেকেআরের ঘুরে দাঁড়ানোর জন্য এর চেয়ে ভালো জুটি হতে পারে না।'

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস দীর্ঘদিন কলকাতার প্রধান কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু সম্প্রতি দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। যে কারণে তাঁর বদলি হিসেবে বেলিসকে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ক্যালিসের সঙ্গে দায়িত্ব ছেড়েছেন দলটির ব্যাটিং কোচ সায়মন ক্যাটিসও। নতুন ব্যাটিং কোচ হিসেবে তাই সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান ম্যাককালামের ওপর দায়িত্ব অর্পণ করেছে ফ্র্যাঞ্জাইজিটি।
এর আগেও কেকেআরের হয়ে কোচিংয়ের ভূমিকা পালন করেছেন বেলিস। ২০১২ এবং ২০১৪ সালে তাঁর অধীনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা ঘরে তুলেছিল কেকেআর।
২০১১ বিশ্বকাপ ফাইনালে খেলা শ্রীলঙ্কারও কোচের ভূমিকায় ছিলেন বেলিস। এরপরই ইংল্যান্ড দলের দায়িত্ব নেন তিনি। ইংল্যান্ডকে সম্পূর্ণ ভিন্ন একটি দলে পরিণত করে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন বেলিস।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস