অতিরিক্ত ছয় রানের ঘটনা লজ্জারঃ উইলিয়ামসন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের থ্রো দৌড়ে দ্বিতীয় রান নেওয়ার সময় বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি সীমানা পার করে। গুরুত্বপূর্ণ সময়ে ইংল্যান্ডের রানের খাতায় যোগ হয় ছয় রান। গাপটিলের থ্রো স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি হওয়ার ঘটনাকে 'লজ্জার বিষয়' বলেছেন কেন উইলিয়ামসন।
সেসময় ইংল্যান্ডের প্রয়োজন ছিল তিন বলে নয় রান। অনাকাঙ্খিত ছয় রান পেয়ে যাওয়ার পর ইংল্যান্ডের প্রয়োজন ছিল দুই বলে তিন রান। শেষমেশ সুপার ওভারে গড়ায় ম্যাচটি। সেখানেও মীমাংসা না হলে সর্বোচ্চ বাউন্ডারি বিবেচনায় শিরোপা জেতে ইংল্যান্ড।

নিউজিল্যান্ড দলপতি বলেন, 'বলটি স্টোকসের ব্যাটে লেগেছে এটা খুবই লজ্জার বিষয়। আমি আশা করব এমনটা আর কখনোই হবে না। আমি সমালোচনা করছি না। শুধু আশা করছি যে এমনটা আর কখনোই হবে না।'
গত বিশ্বকাপের পর এই বিশ্বকাপের ফাইনালে হারের কারণে হতাশ কিউই ক্রিকেটাররা। এমন মুহূর্তেও দলকে উজ্জিবিত রাখছেন কেন উইলিয়ামসন।
'নিউজিল্যান্ডের প্রত্যেক ক্রিকেটার অনেক চেষ্টা করেই এই পর্যন্ত এসেছে। এমনটা না হলেই ভালো হতো। দল ভেঙে পড়েছে, যা দেখা আমার জন্যে হতাশার। এটা হজম করা কঠিন। আমি বলব আমার দল খুবই ভালো খেলেছে।' বলেছেন উইলিয়ামসন।