আর্চারের সমান উইকেট নিয়েও চতুর্থ মুস্তাফিজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংলিশদের প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিশ্বকাপের ১২তম আসরের।  শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো সোনালী শিরোপা ছুঁয়ে দেখেছে ইংলিশরা। 


ইংল্যান্ডের শাসন করার এই আসরে ব্যাটিং-বোলিংয়ে অনেক রেকর্ড দেখেছে ক্রিকেটবিশ্ব। বল হাতে বোলাররা কেমন ছিলেন, এক নজরে দেখে নেয়া যাক।


বল হাতে বিশ্বকাপটি নিজের করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। এক আসরে সবচেয়ে বেশি (২৭ উইকেট) উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি, ছাড়িয়েছেন তার স্বদেশি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে।


promotional_ad

বিশ্বকাপের এক আসরে ২৬ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন ম্যাকগ্রা। এবারের আসরে ২৭ উইকেট নিয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন স্টার্ক।


১০ ম্যাচে ৫.৪৩ ইকোনমি রেটে ২৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। বিশ্বকাপে স্টার্কের সেরা বোলিং ফিগার ৫/২৬।


তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রানার্স আপ দল নিউজিল্যান্ডর পেসার লকি ফার্গুসন। স্টার্কের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪.৮৮ ইকোনমি রেটে ডানহাতি এই পেসার নিয়েছেন ২১ উইকেট।


তিন নম্বরে আছেন বিশ্বকাপজয়ী দলের পেসার জোফরা আর্চার। ইংলিশদের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও উপেক্ষিত থাকা এই পেসার ১১ ম্যাচে ৪.৫৭ ইকোনমি রেটে নিয়েছেন ২০ উইকেট।


আর্চারের সমান সংখ্যক উইকেট শিকার করলেও ইকোনমি রেট বেশি হওয়ায় চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ৮ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার।


সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ৯ ম্যাচে ৪.৪১ ইকোনমি রেটে ডানহাতি এই পেসারের শিকার ১৮ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball