রশিদ বলেছিল আল্লাহ আমাদের সঙ্গে ছিলঃ মরগান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলার দিন মহান আল্লাহ ইংল্যান্ডের সঙ্গে ছিলেন বলে মন্তব্য করেছেন অধিয়ানায়ক ইয়ন মরগান। দলের মুসলিম লেগ স্পিনার আদিল রশিদ তাকে ম্যাচ শেষে এমনটাই বলেছিলেন।


নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা। পুরোম্যাচে ভাগ্য দেবতা তাদের সঙ্গ দিয়েছেন। ম্যাচ শেষে সাংবাদিকরা মরগানকে প্রশ্ন করেছিলেন, ভাগ্য তাদেরকে শিরোপা জিততে সাহায্য করেছে কিনা?


promotional_ad

এর উত্তরে তিনি আল্লাহ'র রহমতের কথা বলতে ভুল করেননি। দলের দুই মুসলিম ক্রিকেটার আদিল রশিদ এবং মঈন আলি রয়েছেন, যারা ইসলামের রিতি মোতাবেক চলেন। সেই সঙ্গে ভিন্ন ভিন্ন দেশের ক্রিকেটাররাও রয়েছেন। 


দলের মধ্যে সংস্কৃতির ভিন্নতাও রয়েছে। এমনকি ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত তারা মেজাজ হারাননি বলেও জানান মরগান। সব মিলিয়ে নিজেদের প্রথম শিরোপা জয়ের দিন উচ্ছ্বসিত তিনি।


মরগান বলেন, ‘আমাদের সাথে আল্লাহও ছিলো। আমি আদিলের (আদিল রশিদ) সঙ্গে কথা বলেছি। আদিল বলেছে, আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছে। আমাদের দলের সবার ব্যাকগ্রাউন্ডে ভিন্নতা আছে। 


সংষ্কৃতিতে ভিন্নতা আছে, অনেকেই ভিন্ন ভিন্ন দেশে বেড়ে উঠেছে। এখন তারা ক্যারিয়ারের এই পর্যায়ে আছে। আমরা বিভিন্ন পরিস্থিতিতে মেজাজ ঠাণ্ডা রেখেছি যা বেশ ভালো একটা ব্যাপার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball