নতুন দল আসছে আইপিএলে!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে অংশ নিতে পারে ১০টি দল। ইতোমধ্যেই নতুন দল সংযুক্তির ব্যাপারে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠক করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
কানপুর, লক্ষ্ণৌ, কোচি, আহমেদাবাদ ও রঞ্চি থেকে উদ্যোক্তারা বিসিসিআইয়ের সেই সভায় উপস্থিত ছিল বলে জানা গেছে। ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিসিসিআইয়ের একটি সূত্র তাঁদের বিষয়টি নিশ্চিত করেছে।

'পরিকল্পনা তৈরিই আছে। আমাদের টেন্ডার নিয়ে কাজ করতে হবে এবং কিভাবে সেটি করা হবে তা আলোচনা হচ্ছে। শিগগিরই সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। অবশ্যই সেটা পরবর্তী আইপিএলের আগে।
এখনও সময় আছে এবং অগ্রগতি স্বাভাবিক নিয়মেই চলছে। আইপিএলকে আমাদের আরও বিস্তৃত করতে হবে নানা কারণে। এর জন্য খরচ করতে হবে। আগামী আসরে আমরা তিনগুন লাভ আশা করছি।' সূত্রটি বলেছে।
সর্বশেষ ২০১১ সালের আইপিএলে খেলেছিল ১০টি ফ্র্যাঞ্চাইজি। এরপর থেকে বিসিসিআই ১০ ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে তেমন কোনও আগ্রহ দেখায়নি।
২০২০ সালের আইপিএলের জন্য ভারতের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে বিসিসিআইয়ের সেই সূত্র। নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অনুষ্ঠেয় নিলামে জয়ী দুটি ফ্র্যাঞ্চাইজি যোগ দেবে আইপিএলের সামনের আসরে।