উইকেট নিতে শিখে গেছেন অপু!

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইতোপূর্বে শুধু রান আটকানোর জন্য বোলিং করতেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। কিন্তু সাকিব আল হাসানসহ দলের অন্যান্য সদস্যদের টোটকায় উইকেট নিতে শিখে গেছেন এই অর্থোডক্স।
'প্রথম থেকে আমার পরিকল্পনা ছিল আমি ইকোনমি ভালো রেখে বল করে যাব। সীমিত ফরম্যাটে রানটা যত কম দেয়া যায়। তো সাকিব ভাইসহ সিনিয়র খেলোয়াড়রা আমাকে এটাই বলেছিল যে তুই শুধু রানটা থামিয়ে যা।

যখন খেলটা বুঝে ফেলবি তখন নিজেই উইকেট নিতে পারবি। রান আটকানোর সামর্থ্য আমার আছে। এখন কাজ করেছি উইকেট নেয়ার জন্য।' ক্রিকফ্রেঞ্জিকে একান্ত আলাপে বলেছেন ২৭ বছর বয়সী এই স্পিনার।
এখন পর্যন্ত টি-টুয়েন্টি ম্যাচেই বেশি খেলেছেন অপু। ১৩ ম্যাচে রান দিয়েছেন ৬.৮৮ ইকোনমি রেটে, উইকেট আটটি। এছাড়া পাঁচটি ওয়ানডেতে ৫.০৯ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন পাঁচটি।
দেশের হয়ে সাদা পোশাকে টেস্ট খেলেছেন একটি। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সেই টেস্ট ম্যাচে উইকেট নিয়েছেন চারটি। তিন ফরম্যাটের মধ্যে টি-টুয়েন্টিতেই উইকেট নেওয়া সহজ, ধারণা তাঁর।
তিনি বলেন, 'একটু ভোগানো যায় কিভাবে। একটু ভেতরে ঢুকানো যায় কিভাবে সেটা চেষ্টা করছি। ব্যাটসম্যানদের দ্বিধায় ফেলতে পারলেই উইকেটের সুযোগটা বেশি আসে।
শর্ট ফরম্যাটে হয় কি সবাই আক্রমণাত্মক মেজাজে থাকে সেই ক্ষেত্রে ইকোনমির সাথে সাথে যদি আগ্রাসী বোলিং করা যায় তাহলে উইকেট নেয়ার সুযোগ তৈরি হয়। ওইটা নিয়েই কাজ করছি। আল্লাহ্র রহমতে মাঠে নেমে দেখাতে পারব।'