বোলিং অ্যাকশন পরিবর্তনের সিদ্ধান্ত কঠিন ছিলঃ অপু

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্যারম বোলিংয়ের চর্চা করতে গিয়ে বোলিং আকশনে কিছুটা পরিবর্তন এনেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। হঠাৎ করে ক্যারম বোলিংয়ের চর্চা প্রভাব ফেলেছে তাঁর পারফর্মেন্সে।
একারণে গেল বিপিএলে বল হাতে তেমন সফল ছিলেন না এই অর্থোডক্স। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) অনুজ্জ্বল ছিলেন তিনি। নিজের বোলিং নিয়ে কথা বলেছেন ক্রিকফ্রেঞ্জির সঙ্গে।

কথা প্রসঙ্গে বলেন, 'বিপিএলের মতো আসরে যদি ক্যারম বল কাজে লাগানো যায় তাহলে আন্তর্জাতিক ক্রিকেটেও সেটা কাজে লাগানো যাবে। ঐ পরিকল্পনায় বোলিং করেছি। প্রথম অবস্থায় একটু খারাপ হয়েছে। প্রিমিয়ার লিগে একইভাবে কাজ করেছি।
অবশ্যই কঠিন সিদ্ধান্ত ছিল এটা। কারণ আমি জানতাম ভালো হলে অনেক ভালো হবে, খারাপ হলে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদও পড়তে পারি। আমি চাইছিলাম তখন যদি পুরোপুরি আয়ত্ত করতে পারতাম, তাহলে ভালো কিছু দিতে পারতাম কিন্তু পুরোপুরি সেটা হয়নি। একটু সময় লাগছে। এটার জন্য অবশ্য একটু ঝুঁকি নিয়েছি।'
বিশ্বকাপ স্কোয়াড থেকে অনুমিতভাবেই বাদ পড়েছেন অপু। তবে ক্যারম বোলিংয়ে কিছুটা সফলতা এসেছে তাঁর। বলেছেন, 'ক্যারম বোলিংয়ে পেস ভেরিয়েশনটা আরও বেশি ভালো হয়েছে।'
একইসাথে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় ২৭ বছর বয়সী এই স্পিনার, 'এখন আল্লাহ্র রহমতে খুব ভালো অবস্থায় আছি। আমিও খুশি যে যখন সুযোগ হবে যখন যেন ভালোভাবে দিতে পারি। খুব ভালোভাবে তৈরি হচ্ছি।'