আধিপত্য বিস্তার করে করেই জিতেছে ইংল্যান্ডঃ ফিঞ্চ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। শুরুতেই অজিদের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে তাদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছিল ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করছেন, এখানেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল ইংলিশরা। সেখান থেকে ফিরে আসাটা অনেক কঠিন হয়ে পড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

ফিঞ্চের মতে, পুরো ম্যাচ জুড়েই তাদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছে ইংল্যান্ড। তাঁরা যেভাবে ম্যাচটা শুরু করতে চেয়েছিলেন সেটা তাদের করতে দেয়নি ক্রিস ওকস-জোফরা আর্চাররা।
ফিঞ্চ বলেন, 'পুরোপুরি পরাস্ত হয়েছি। ওরা বল হাতে যেভাবে মোমেন্টাম গড়ে নিয়েছে, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ওরা শুরুটা যেভাবে করেছে তাতে আমাদের জন্য ঘুরে দাঁড়ানো কষ্টকর ছিল।
ওরা স্টাম্প লক্ষ্য করে দুর্দান্ত বল করেছে। লেন্থও ছিল অসাধারণ। তারা এক কথায় দারুণ ছিল আজ, আধিপত্য বিস্তার করে খেলেছে। তবে এটা সত্যি যেভাবে আমরা চেয়েছিলাম, সেভাবে হয়নি।’
অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে মাঠে নামবে ইয়ন মরগানের দল।