লর্ডস টেস্টের দল ঘোষণা আয়ারল্যান্ডের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আসন্ন এই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ডকে।
আগামী ২৪-২৭ জুলাই ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে। আসন্ন এই সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে আয়ারল্যান্ড।

মিডলসেক্সের দ্বিতীয় সারির দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তাঁরা। এই সিরিজের জন্য আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল এবং জেমস ক্যামেরন ডো।
আয়ারল্যান্ডের স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন ব্যারি ম্যাকার্থী। চলতি বছর ভারতে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের সিরিজ খেলেছিল আয়ারল্যান্ড। সেই সিরিজে এই চারজনই স্কোয়াডে ছিলেন না।
২০১৯ সালে আয়ারল্যান্ড আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ পায়। ২০১৮ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে আয়ারল্যান্ড। সেই ম্যাচে ৫ উইকেটের বড় ব্যবধানে হারে তাঁরা। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্টে তাঁরা ৭ উইকেটের ব্যবধানে হারে।
আয়ারল্যান্ড স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবিরনি, অ্যান্ড্রু ম্যাকব্রেইন, জেমস ম্যাককোলাম, টিম মুরারাঘ, কেভিন ও'ব্রায়েন, বয়েড র্যাঙ্কিন, সিমি সিং, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, লরকান টাকার, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়াং।