promotional_ad

লর্ডসেই মাশরাফির বিদায়?

রতন গোমেজ
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেটের মহানায়ক বলা হয় তাঁকে। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার সব পরিসংখ্যানও তাঁর পক্ষে। তবে বিশ্বকাপের কয়েকটি ম্যাচের পর মাশরাফি বিন মুর্তজা অনেকের চোখে হয়ে উঠেছেন দলের বোঝা। ওয়ানডে অধিনায়কই এখন সমালোচনা করার সবচেয়ে মুখরোচক বিষয়বস্তুতে পরিণত হয়েছেন।


বিশ্বকাপে বল হাতে অনুজ্জ্বল থেকে যাওয়া মাশরাফিকে নিয়ে সমালোচনার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবসর নিয়ে কাটা-ছেঁড়া চলছে গত কয়েকদিন ধরেই। সব সময়ের মতো এসব এড়িয়ে যেতে চেয়েছেন তিনি। অন্য ক্রিকেটারদেরও বলছেন এসব কানে না তুলতে। 


খোদ মাশরাফিই পারেননি এসব এড়িয়ে যেতে। এসব সমালোচনা কানে নয়, হয়তো কাটা হয়ে বিধেছে তাঁর মনে। যে কারণে ভারতের বিপক্ষে হারের পর দলের সিনিয়রদের নিয়ে আলোচনায় বসেছিলেন লম্বা সময় ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসা অভিজ্ঞ এই পেসার। যেখানে বিশ্বকাপে দলের শেষ ম্যাচ নিয়ে নয়, মাশরাফি নাকি নিজের অবসর পরিকল্পনা করেছেন।


বিশ্বকাপের মাঝে ওয়ানডে অধিনায়ক জানিয়েছিলেন, এখনই অবসর নেবেন না। কিন্তু সেই জায়গা থেকে সরে আসতে হয়েছে মাশরাফিকে। অবসর পরিকল্পনাতেই বেশি সময় ব্যয় করছেন তিনি। তবে কি ক্রিকেটের মক্কা লর্ডসেই ওয়ানডেকে বিদায় বলে দেবেন তিনি? 


promotional_ad

তেমন হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ হুট করেই বিদায় বলতে অভ্যস্ত তিনি। যেটা কদিন আগেও ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন মাশরাফি। যদিও এবার বিদায় বলার আগে সিনিয়র ক্রিকেটারদের মতের গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।


একইসঙ্গে পরিবারের ব্যাপারটিও মাথায় আছে মাশরাফির। ওয়ানডে থেকে বিদায় নেয়া মানে ক্রিকেটকেই বিদায় বলা। এ নিয়ে কদিন আগে ক্রিকফ্রেঞ্জিকে মাশরাফি বলেছিলেন, ‘টি-টোয়েন্টি ছেড়েছি পরিবারের সঙ্গে কথা না বলেই। এখন আমি পুরো ক্রিকেট ছাড়বো। আমার পরিবার ডিজার্ব করে তাদের সঙ্গে যেন আলাপ করি। পরিবারের সঙ্গে আলাপ করে তারপর জানাবো।’


পরিবার বলতে মাশরাফি যাদেরকে বোঝেন, তাঁদের বেশিরভাগই ইংল্যান্ডে ছিলেন। মা হামিদা মুর্তজা না গেলেও বাবা গোলাম মুর্জতা ইংল্যান্ড ঘুরে এসেছেন। স্ত্রী-সন্তান এবং ছোট ভাই বাংলাদেশ অধিনায়কের সঙ্গেই আছেন। হোটেলে বসেই স্ত্রীর সঙ্গে অবসরের আলোচনাটা সেরে নিতে পারছেন তিনি। বাকিটা হয়তো ফোনে বাবা-মায়ের সঙ্গে। যে কারণেই ৫ জুলাই পাকিস্তান ম্যাচকে বাংলাদেশ অধিনায়কের বিদায় মঞ্চ হিসেবে দেখতে পাচ্ছেন অনেকে। 


দলের বেশ কয়েকজন ক্রিকেটারের অবশ্য অন্যরকম চাওয়া। নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ দলের এক ক্রিকেটার বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে মাশরাফি ভাই যা দিয়েছেন সেটা সবাই কীভাবে ভুলে যেতে পারে? কয়েকটি ম্যাচের পরই তাকে নিয়ে এমন বাজে সমালোচনা দেখে কষ্ট হয়। তাঁর মতো একজন মানুষের এমন বিদায় মেনে নিতে পারবো না।’


দলের বেশিরভাগ ক্রিকেটারই চান, কোনো দলকে ডেকে ঘরের মাটিতে একটা সিরিজ আয়োজন করা হোক। যেখান থেকে ক্রিকেটকে বিদায় জানাবেন মাশরাফি। কৌশিক নামের টগবগে যে যুবক লাল-সুবজ জার্সি গায়ে তুলেছিলেন, ১৯ বছর পর একজন অভিভাবকে পরিণত হওয়া মাশরাফিরও এমন চাওয়া। কিন্তু ব্যস্ত সূচির মাঝে বিসিবি সেই আয়োজন করতে পারে কি না, তা নিয়েও আছে ঘোর সংশয়।


ক্রিকফ্রেঞ্জিকে মাশরাফি আরও বলেছিলেন, হতে পারে বাংলাদেশের পরবর্তী শ্রীলঙ্কা সফরেও ওয়ানডে থেকে বিদায় নিতে পারেন তিনি। যদিও দলের ক্রিকেটাররা এভাবে তাঁর বিদায় চান না। এ ছাড়া এই সফরে যাওয়ার ব্যাপারে মাশরাফিও নাকি খুব একটা আগ্রহী নন। দলের ক্রিকেটারদের মতে, ঘরের মাঠে হলে সবচেয়ে ভালো। আর সেটা না হলে লর্ডসই বিদায়ের জন্য ভালো মঞ্চ। সব মিলিয়ে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে বিদায় নেবেন না মাশরাফি, সেটা এখন আর বলা যাচ্ছে না।  


বাংলাদেশ দলের সব সদস্যই এখন মাশরাফির অবসর আলোচনা সম্পর্কে অবগত। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনতে হচ্ছে কোচ স্টিভ রোডসকেও। ইংলিশ এই কোচ অবশ্য বরাবরের মতোই কৌশলী উত্তর দিয়েছেন, ‘বোর্ডের সঙ্গে আলোচনা করে মাশরাফি সিদ্ধান্ত নেবে। আমার মনে হয় সেটাই ভালো হবে। বোর্ড ও মাশরাফির ওপর এটা ছেড়ে দেয়া উচিত। ততোক্ষণ পর্যন্ত এটা মিডিয়ার জন্য ভালো স্টোরি। সে কখন অবসর নেবে না নেবে সেটা ভাবার জন্য তাকে সময় দেয়া দরকার।'


রাজনীতিতে নাম লেখানোর কারণেই মহানায়ক মাশরাফি অনেকের কাছে খলনায়ক হয়ে গেছেন- দলের বেশ কয়েকজন ক্রিকেটারের এমনই ধারণা। রাজনীতির মাঠে না নামলে ক্রিকেট মাঠের এই অনুজ্জ্বল পারফর্মেন্সও মাশরাফিকে সমালোচনার তীরে বিদ্ধ করতো না বলে বিশ্বাস তাদের। 


টেস্টকে আনুষ্ঠানিকভাবে বিদায় না বললেও সাদা পোশাকে হয়তো শেষবারের মতো নামা হয়ে গেছে মাশরাফির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালের সেই ম্যাচটিই টেস্টে তাঁর শেষ স্মৃতি। টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন শ্রীলঙ্কার মাটিতে। এবার লর্ডসে ওয়ানডে থেকে বিদায় নিলে আর যাই হোক কোনো শেষই মনের দেয়ালে বাঁধিয়ে রাখা হবে না মাশরাফির। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball