আরও ভালো করার সুযোগ ছিলঃ সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ভালো খেলেছে বাংলাদেশ। এটাকেই বড় অর্জন মনে করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর মতে এবারের বিশ্বকাপে আরও ভালো করার সুযোগ ছিল বাংলাদেশের।
গত দুই বিশ্বকাপে বাংলাদেশ ৩টি করে ম্যাচ জিতেছে, এখন পর্যন্ত চলতি বিশ্বকাপেও তিনটি ম্যাচ জিতেছে সাকিবরা। গ্রুপ পর্বে আর মাত্র একটি ম্যাচ বাকি। দুর্দান্ত পারফর্মেন্সের পরও আগের সব বিশ্বকাপের সাফল্যকে ছাপিয়ে না যাওয়ারও আফসোস সাকিবের।

'দেখুন ১১, ১৫ আর ১৯ এই তিনটি বিশ্বকাপেই কিন্তু আমরা মাত্র তিনটি করে ম্যাচ জিতেছি। পার্থক্যটি হচ্ছে যে এই বিশ্বকাপে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। এর থেকে বেশি কিছু আমি বলবো না কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এর থেকে আরও ভালো করার সুযোগ ছিল যেটি আমরা করতে পারিনি।'
বিশ্বকাপের শুরু থেকেই ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব। ৭ ম্যাচে ৫৪২ রান নিয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের এই সহ-অধিনায়ক। মুশফিক বেশ কয়েকটি ম্যাচে কিছুটা আলো ছড়ালেও, দলের অন্য ব্যাটম্যানরা পুরোপুরি ব্যর্থ।
সাকিবের বিশ্বাস দলের সবাই মরিয়া হয়ে নিজের সেরাটা দিলে আরও ভালো অবস্থায় থাকতো বাংলাদেশ। সেমিফাইনালে জায়গা না করে নিতে পারলেও সাকিব এই বিশ্বকাপ থেকে অনেক ইতিবাচক ধারণা নিচ্ছেন। তবে এগুলোর চেয়ে ফলাফলই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
'এখানে আমরা যারা খেলছি সবারই দায়িত্ব আছে ভালো খেলার, চেষ্টা করার। অনেক সময় হয় আবার অনেক সময় হয় না। সেটা অন্য জিনিস। তবে আমার কাছে মনে হয় কোনো কোনো সময় মরিয়া হয়ে করলে, হয়তো আমরা আরেকটু ভালো অবস্থায় যেতে পারতাম। সেটি বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ে হোক সব জায়গায়। সব মিলিয়ে যদি আমি বলি পুরো বিশ্বকাপের তাহলে ফলাফল অনুযায়ী হতাশার, তবে অনেক ইতিবাচক দিক আছে। তবে ওগুলো আসলে বলে লাভ নেই কতগুলো ইতিবাচক দিক আছে। কারণ দিন শেষে ফলাফলটাই আসল। যেটি আসলে আমাদের পরিবর্তন করতে হবে।'