ইংলিশদের হয়ে বিশ্বকাপে রুটের ইতিহাস

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ইতিহাসে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে এক আসরে ৫০০ রানের মাইলফলকে নাম লিখিয়েছেন জো রুট।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ২৪ রান দরকার ছিল এই ডানহাতি ব্যাটসম্যানের। বুধবার কিউইদের বিপক্ষে ঠিক ২৪ রান করেই আউট হয়েছেন তিনি।

কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে পুল করতে গিয়ে উইকেটরক্ষক টম লাথামের হাতে ক্যাচ দেন রুট। যদিও এরপর রিভিউ নিয়েছিলেন তিনি।
রিভিউতে দেয়া যায় বোল্টের বল তাঁর ব্যাট ছুঁয়ে লাথামের হাতে জমা পড়েছিল। ফলে থার্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন।
রুট নিজের ইনিংস বড় করতে না পারলেও সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৩০৫ রান করেছে।
চলতি বিশ্বকাপে রুটের আগে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, সাকিব আল হাসান এবং অ্যারন ফিঞ্চ। এই তালিকায় পঞ্চম রুট।