promotional_ad

রাজ্জাককে ছুঁলেন মুস্তাফিজ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেয়ার রেকর্ডে শীর্ষে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি এই পেসার।


মুস্তাফিজের সমান ৪বার করে ৫ উইকেট আছে কেবল বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। ওয়ানডেতে দুইবার ৫ উইকেট নিয়ে এই তালিকার তিন নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।



promotional_ad

ভারতের বিপক্ষে বরাবরই উজ্জ্বল মুস্তাফিজ। এই বাঁহাতি পেসারের ওয়ানডে ক্যারিয়ার শুরু হয়েছিল ভারতের বিপক্ষেই। অভিষেক ম্যাচে ৫০ রানে ৫টি এবং দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে ৬ উইকেট নিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন তিনি।


ভারতের বিপক্ষে আলো ছড়ানোর পর ২০১৫ সালের ১১ নভেম্বর মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এরপর আর ইনিংসে ৫ উইকেট নিতে পারেননি তিনি। সাড়ে চার বছর পর আবার ৫ উইকেট নিলেন প্রিয় প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। 


বার্মিংহামে বাংলাদেশের ‘ডু অর ডাই’ ম্যাচে ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। দেশের পক্ষে এটি বিশ্বকাপে দ্বিতীয় সেরা বোলিং। আগের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ২৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন।



বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড নিজের দখলে নিয়েছেন মুস্তাফিজ। এই রেকর্ডেও রাজ্জাককে পেছনে ফেলেছেন তিনি। চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে মুস্তাফিজ ১৫টি উইকেট নিয়েছেন। আব্দুর রাজ্জাক ২০০৭ বিশ্বকাপে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball