ভাগ্যকে দুষছেন মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এই হারের পর ভাগ্যকে দুষছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি মনে করেন তাঁর দলের এই ম্যাচে জেতা দরকার ছিল। তবে সেটা সম্ভব হয়নি। তাই আফসোস করেছেন তিনি। হারের পর ভারতের বিপক্ষে ৫ উইকেট পাওয়া পেসার মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন ওয়ানডে অধিনায়ক।

'এই ম্যাচটি আমাদের জেতা উচিৎ ছিল। আমরা এটা করতে পারিনি কিন্তু অনেকেই ভালো পারফর্মেন্স করেছে, বিশেষ করে মুস্তাফিজুর।'
বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। এই দুজনের কেউ ৮০-৯০ রানের ইনিংস খেললে জয় সম্ভব ছিল বলে বিশ্বাস মাশরাফির।
ভারতের বিপক্ষে সাকিব দারুণ শুরু করলেও ৬৬ রান করে আউট হয়েছেন। মুশফিক করেছেন ২৪ রান। সব মিলিয়ে বিশ্বকাপে এই দুজনের পারফর্মেন্সের প্রশংসা করেছেন মাশরাফি।
'তাদের কেউ একজন ৮০-৯০ করতে পারলে সম্ভাবনা ছিল। ভাগ্য আমাদের সহায় হয়নি। টুর্নামেন্টটি দারুণ ছিল। সাকিব অসাধারণ পারফর্মেন্স করেছে এবং মুশি (মুশফিক) দারুণ ব্যাট করেছে ঠিক সময়ে।'