promotional_ad

দুর্ভাগ্যজনকভাবে আমার সুযোগ হয়নিঃ তাসকিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||


দীর্ঘদিনের লড়াই; যেখানে ছিল ইনজুরি কাটিয়ে ফিট হয়ে ওঠা এবং ২২ গজে বল হাতে নিজেকে ফিরে পাওয়ার তাড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের আগে নিজেকে ফিট প্রমাণ করা তাসকিন আহমেদ সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে সেটা প্রমাণ করেছিলেন। ত্রিদেশীয় সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরে বিশ্বকাপ রাঙানোর স্বপ্ন দেখছিলেন ডানহাতি এই পেসার। কিন্তু স্বপ্নকে ছুঁয়ে দেখা হয়নি তাঁর। বিপিএলে পাওয়া চোট কাটিয়ে আয়ারল্যান্ডে গেলেও বিশ্বকাপ স্কোয়াডে ডাক মেলেনি। যেটাকে দুর্ভাগ্যজনক বলছেন বাংলাদেশ পেসার। তবে পেছন ফিরে আর দেখতে চান না তিনি। বিসিবি একাদশের হয়ে খেলতে যাওয়া তাসকিনের দৃষ্টি ভারত সফরে। এই সফরকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে নেয়া তাসকিন বিশ্বকাপ স্কোয়াডে ডাক না পাওয়া, টেস্ট পরিকল্পনাসহ আরও অনেক বিষয় নিয়ে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্তে কথা বলেছেন।  


ক্রিকফ্রেঞ্জি: ফিটনেসের কী অবস্থা? পুরো রিদমে বোলিং করতে পারছেন?


তাসকিন আহমেদ: ফিটনেসের অবস্থা ভালো। অনেকদিন ধরেই সুস্থ আছি। আয়ারল্যান্ড সফর থেকেই আমি আল্লাহর রহমতে ফিট আছি।


ক্রিকফ্রেঞ্জি: বিশ্বকাপ নিয়ে আপনার স্বপ্ন থাকলেও শেষপর্যন্ত খেলা হয়নি। বিশ্বকাপের মাঝেই বিসিবি একাদশের হয়ে ভারত খেলতে যাচ্ছেন। এই সফরের পারফর্মেন্স দিয়ে জাতীয় দলে ফেরার ব্যাপারে কতোটা আশাবাদী?


তাসকিন: সর্বোচ্চটা দিয়ে ভালো পারফর্মেন্স করার চেষ্টার করবো। কারণ সামনে অনেক টেস্ট ক্রিকেট আছে। আমরা ৭ তারিখ যাচ্ছি ভারতে। ওটা চারদিনের টুর্নামেন্ট এবং খুব চ্যালেঞ্জিং। কারণ ‘এ’ দলের হয়ে যতবার ভারতে গেছি বা জাতীয় দলের হয়ে গেছি, একটা ব্যাপারে বুঝেছি; ভারতের মাটিতে ওদের হারানো খুব কঠিন। সেটা ‘এ’ দল, ঘরোয়া বা জাতীয় দল যেটাই হোক। যেকোনো দলের জন্যই ওদের বিপক্ষে জেতা কঠিন। ওদের সঙ্গে ভালো খেলাটা এবারও চ্যালেঞ্জিং হবে। আমি চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে ভালো করার যেন আমি জাতীয় দলে আবার ফিরতে পারি এবং ভালো করতে পারি।


ক্রিকফ্রেঞ্জি: ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেই বেশি খেলেছেন। পেসার হওয়াতে ইনজুরির একটা ইস্যু প্রায় সময়ই থাকে। এই মুহূর্ত লঙ্গার ভার্সন খেলার জন্য মানসিক ও শারীরিকভাবে আপনি কতটা প্রস্তুত?


promotional_ad

তাসকিন: সত্যি বলতে ফাস্ট বোলাদের শরীরে কম-বেশি ব্যথা সব সময়ই থাকে। এটাকে মানিয়ে নিতে হয়। আমি আশা করি এই সফরে ফোর ডে খেলতে পারবো। কারণ আমি অনেক অনুশীলন করেছি। আর যদি সমস্যা অনুভব করি তাহলে ফিজিও থাকবেন উনাকে জানাবো। তো সামনে অনেক টেস্ট সিরিজ আসছে, এটা একটা ভালো মঞ্চ পারফর্ম করলে চোখে পড়ার। আর ভারতের বিপক্ষে খেলা আছে সেপ্টেম্বরে, ত্রিদেশীয় সিরিজ আছে। তো এসব একটা মঞ্চ যে এখানে পারফর্ম করলে জাতীয় দলে ঢোকা সহজ হবে। এটাই আমার লক্ষ্য যে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পাওয়া।


ক্রিকফ্রেঞ্জি: ক্যারিয়ারের এই মুহূর্তে কোন দিকটায় সবচেয়ে ফোকাস করা দরকার বলে মনে করেন?


তাসকিন: ক্যারিয়ারের এক ভাগ গেছে, তিন ভাগ বাকি আছে। আমি এটাই মনে করি। আমি যদি নিজেকে নিজে একটি সাধারণ প্রশ্ন করি যে, কী অবস্থায় আছি? তাহলে বলব আমার বিশ্বাস আছে আমি অনেক ভালো বোলার। আমি অনেক ভালো করতে পারবো সামনে। আমি যদি ফিট থাকতে পারি আগামীতে যেকোনো ফরম্যাটে আমি অনেক ভালো করতে পারবো। আমি বিশ্বাস করি, আমি সব ফরম্যাটে খেলার মতো অবস্থায় আছি। হয়তো অফ ফর্ম, ইনজুরি এসব নিয়ে সব খেলোয়াড়েরই কম বেশি সমস্যা হয়। কিন্তু আমার বিশ্বাস আমি যদি নিজেকে পুরোপুরিভাবে ফিট হিসেবে গড়তে পারি, সুস্থ বা রিদমে থাকি তাহলে সব ফরম্যাটেই ভালো করতে পারবো।


ক্রিকফ্রেঞ্জি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের মতো আসরে আপনার ওপর আস্থা রাখেনি। আপনি কী মনে করেন?


তাসকিন: আস্থা রাখবে না কেন! না রাখলে আয়ারল্যান্ডেও আমাকে নিত না। ভরসা ছিল, কিন্তু পরিস্থিতি এমন ছিল নেয়ার সুযোগ হয়নি। আমার কাছে এটাই মনে হয়। রাহিকে যখন বিশ্বকাপ স্কোয়াডে নেয়া হয়, আমি তখন হয়তো শতভাগ ফিট ছিলাম না। তারপর একটি পরিকল্পনা হয়েছিল নেয়া হবে। শেষ মূহুর্তে রাহিও পাঁচটি উইকেট পায়। ওই মূহুর্তে এই ছেলেটাকে কীভাবে বাদ দেবে? আমি সবকিছু চিন্তা করে দেখলাম আবেগ দিয়ে দুনিয়া চলবে না। অবশ্যই আমার ইচ্ছে ছিল, একটি স্বপ্ন ছিল এই বিশ্বকাপে অংশ নেয়ার। কারণ আমি বিপিএলে অনেক ভালো করেছিলাম। খুব ভালোভাবে প্রস্তুতিও নিচ্ছিলাম। শেষ মুহূর্তে নসিবে হয়নি। হয়তো প্রাপ্য ছিলাম না তাই।


ক্রিকফ্রেঞ্জি: ইংল্যান্ডে বিশ্বকাপ। যেখানকার উইকেটে ফাস্ট বোলাররা দাপট দেখাচ্ছেন। এমন জায়গায় খেলতে না পারায় আফসোস কাজ করে?


তাসকিন: আফসোস কাজ করে। ফাস্ট বোলারদের জন্য আইডিয়াল একটি জায়গা (ইংল্যান্ড)। দুর্ভাগ্যজনকভাবে আমার সুযোগ হয়নি। কী আর করার! সামনে কোনো মঞ্চে সুযোগ এলে চেষ্টা করবো ভালো করতে।


ক্রিকফ্রেঞ্জি: পেস আক্রমণে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। আপনি থাকলে পেস আক্রমণ আরেকটু শক্তিশালী হতো কিংবা আপনি এই উইকেটে দলকে আরো বেশি দিতে পারতেন- এভাবে ভেবেছেন?


তাসকিন: যারা আছে তারা অবশ্যই পরীক্ষিত। যারা আছে তারা ভালো করছে। আমি থাকলে যদি দুই-একটা ম্যাচে সুযোগ পেতাম তাহলে আমাকে নিয়েও একই কথা হতো। অবশ্যই আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল যে আমি ভালো করতে পারতাম। কিন্তু এমন কিছু না আমি থাকলে আরও ভালো আক্রমণ হতো।


ক্রিকফ্রেঞ্চি: বাংলাদেশের বাকি দুই ম্যাচ নিয়ে কী মনে হয়? সেমিফাইনালে ওঠা সম্ভব?


তাসকিন: সব মিলিয়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। এটাই খুশির খবর। প্রত্যাশায় আছি পরবর্তী দুটি ম্যাচে জিতবে, যেভাবেই হোক। অনেক চ্যালেঞ্জিং, কিন্তু যেভাবে আমরা ক্রিকেট খেলছি; অসম্ভব কিছু না।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball