বাংলাদেশের বিপক্ষে খেলতে চান ওয়াহাব রিয়াজ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ বাংলাদেশের বিপক্ষে খেলার আশা প্রকাশ করেছেন। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আঙ্গুলে চোট পাওয়া বাঁহাতি এই পেসার ফিট হয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছেন।
হেডিংলিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ডান হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পান তিনটি উইকেট নেয়া ওয়াহাব।

এরপর ব্যাটিংয়ে শেষের দিকে মহা কার্যকর ১৫ রান করেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া এই জয়েই পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন এখনও বেঁচে আছে।
সোমবার পাকিস্তানি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়াহাব জানান, হাতে ব্যথা থাকলেও লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে চোট কাটিয়ে উঠবেন বলে বিশ্বাস তাঁর।
‘হাতে অনেক ব্যথা আছে কিন্তু আজ যদি খেলতে পারি (অনুশীলনে) তবে বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারবো।'
চলতি বিশ্বকাপের সেমিফাইনালে জা???গা করে নিতে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। এরপরও তাদের তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডে-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। কিউইদের বিপক্ষে ইংল্যান্ড হারলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে পাকিস্তানের।