পরবর্তী 'ইউনিভার্স বস' পুরান, গেইলের ভবিষ্যদ্বাণী

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নিকোলাস পুরান হতে চলেছেন পরবর্তী 'ইউনিভার্স বস'- এমনই ভবিষ্যদ্বাণী করেছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান বিশ্বের অনেক রেকর্ড ভাঙবেন বলে বিশ্বাস গেইলের।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে গেইলকে প্রশ্ন করা হয়েছিল, কে হতে পারেন পরবর্তী 'ইউনিভার্স বস'? ক্যারিবীয় এই দানব জানিয়েছেন, পুরানের মাঝে তিনি সেই সম্ভাবনা দেখছেন।

'আমি পুরানের নৈতিকতার প্রশংসা করছি। মাত্র দলে এসেছে এমন একজন তরুণের জন্য এটা দারুণ এবং সে বিশ্বের অনেক রেকর্ড ভাঙবে। আমার বিশ্বাস, নিকোলাস পুরান একজন পাগলাটে ব্যাটসম্যান হতে চলেছে।'
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন গেইল। সব তরুণ খেলোয়াড়ের মধ্যেই দারুণ সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হওয়া ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শেই হোপকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন গেইল।
'সে (শেই হোপ) ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের বড় একটি অংশ। সে এমন একজন, যে ভবিষ্যতে অধিনায়ক হতে পারে। সে ভালো শুরু পেয়েছে। আমি মনে করি, আমার কথা লিখে রাখতে পারেন। সত্যি বলতে, তাদের প্রত্যেকের ওপরই বিশ্বাস আছে।'