যুবরাজদের অবসরের দায়ভার বিসিসিআইয়ের!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের। তবে তাঁরা অবসর নিলে বিশ্বের যেকোনো জায়গায় খেলার অনুমতি পাচ্ছেন। তাই ক্রিকেটারদের অবসরের দায় ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স।
জোন্স বর্তমানে ইউরো টি-টোয়েন্টি স্লামের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে আছেন। তিনি জানিয়েছেন বিদেশি লিগে খেলার জন্যই অবসর নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি অবসর নেয়া ভারতের দুই ক্রিকেটার হলেন অলরাউন্ডার যুবরাজ সিং এবং কিংস ইলেভেন পাঞ্জাবে খেলা মানপ্রিত গণি।

এই দুজনই নাম লিখিয়েছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এর মধ্যে যুবরাজ খেলতে চলেছেন আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত ইউরো স্লামেও।
ক্রিকেটারদের অবসরের জন্য বিসিসিআইকে দায়ী করে জোন্স বলেন, 'ভারতের ক্রিকেটে অনেক কিছু ঘটছে এবং বিসিসিআই বিদেশি লিগগুলোতে খেলার অনুমতি দিচ্ছে না। তাই কিছু খেলোয়াড় অবসর নিচ্ছে। তাহলে তারা চাইলেই যেকোনো জায়গায় খেলতে পারবে। যুবরাজ সিং তাদেরই একজন এবং তিনি নিশ্চিত করেছেন ইউরো টি-টোয়েন্টি স্লামে খেলবেন।'
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাজার এখন ভারত। তাই যুবরাজকে নিয়ে ভারতের বাজার ধরার পরিকল্পনা করছেন টি-টোয়েন্টি স্লামের উপদেষ্টা জোন্স। আরও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে টার্গেট করেছেন তাঁরা।
'ভারত আমাদের জন্য বড় একটি বাজার হতে চলেছে। এটা টি-টোয়েন্টি ক্রিকেট এবং এই ফরম্যাটে যুবরাজ সিংয়ের চেয়ে কে বড় চমক! আমরা আশা করছি আরও কিছু ভারতীয় ক্রিকেটারকে নিতে পারবো।'