promotional_ad

চার মাসেই সুর বদল গেইলের

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের পরই অবসর- চলতি বছরের ফেব্রুয়ারিতে এমনই ঘোষণা দিয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। গেইলের নতুন ঘোষণা- বিশ্বকাপের পর ভার‍তের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন তিনি। এমনকি টেস্টও খেলতে পারেন।


২৭ জুন বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের আগে ম্যানচেস্টারে গেইল জানিয়েছেন, বিশ্বকাপের পর বিরাট কোহলিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পুরোটাই খেলবেন তিনি। এ ছাড়া একটি টেস্ট ম্যাচও খেলতে চান উইন্ডিজ এই ব্যাটিং ঝড়। তবে কোনো টি-টোয়েন্টি ম্যাচে খেলার পরিকল্পনা নেই তাঁর।



promotional_ad

'সম্ভবত ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবো। অবশ্যই তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিব। টি-টোয়েন্টি খেলবো না। বিশ্বকাপের পর এটাই আমার পরিকল্পনা।'


অবশ্য বিশ্বকাপের আগে গেইলের ঘোষণা ছিল, এই বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ওয়ানডে ছাড়বেন। তিনি অবসর নিলে তরুণ খেলোয়াড়দের প্রমাণের জন্য সুযোগ তৈরি করে দেবে বলে জানিয়েছিলেন বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
 
ওয়ানডে ছাড়ার ঘোষণায় গেইল বলেছিলেন, 'বিশ্বকাপেই ৫০ ওভারের ক্রিকেটের ইতি টানছি। এটা তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ হবে এবং আমি পেছনে থেকে দেখতে পারবো তারা কেমন করছে।'


ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত একটি সেঞ্চুরি হাঁকাতে চান গেইল। তবে সেঞ্চুরি না করতে পারলেও তা নিয়ে ভাববেন না বলে জানিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। কারণ ক্যারিয়ারে অনেক সেঞ্চুরি করেছেন তিনি।



'এই তিনটি ম্যাচে আমি চেষ্টা করবো একটি সেঞ্চুরি হাঁকাতে। এটা যদি না হয়, এটা আমার জন্য কষ্টকর কিছু হবে না। এটা আমি অনেক অর্জন করেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball