সাকিব হতে পারেন বিশ্বসেরা ব্যাটসম্যান

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ওয়ানডেতে বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর মধ্যে বিশ্বসেরা ব্যাটম্যান হওয়ারও সামর্থ্য আছে বলে মনে করেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।
ক্যারিয়ারের শুরুতে সাকিব ব্যাটিং অলরাউন্ডার ছিলেন। এরপর নিয়মিতভাবে বোলিংয়ের উন্নতি করেছেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে ২০৪ ম্যাচে তাঁর শিকার ২৫৯ উইকেট। বাংলাদেশ অলরাউন্ডারের রান সংখ্যা ৬ হাজার ১৯৩।

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যান। সাকিব তাঁর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বসেরা ব্যাটসম্যান হতে পারবেন বলে বিশ্বাস রাজ্জাকের।
'অসাধারণ অলরাউন্ডার সাকিব। তবে তার মধ্যে বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার সামর্থ্য রয়েছে। ক্যারিয়ার শুরু করার সময় সে ব্যাটিং অলরাউন্ডার ছিল। ধীরে ধীরে সাকিব তাঁর বোলিংয়েও উন্নতি করেছে।'
চলতি বিশ্বকাপের শুরু থেকে ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন সাকিব। ৬ ইনিংসের মধ্যে পাঁচটিতেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাকিবের এই ব্যাটিংকে অবিশ্বাস্য বলছেন রাজ্জাক।
চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে জায়গা হয়নি সাকিবের। এই সময় তিনি তাঁর ফিটনেসের উন্নতি করতে নিয়মিত অনুশীলন করে গেছেন। ওজন কমিয়েছেন প্রায় ৬ কেজি। রাজ্জাকের ধারণা সাকিব জানেন কোথায় তাঁর উন্নতি প্রয়োজন। সেটা করেই সফল হয়েছেন এই অলরাউন্ডার।
'সাকিব যা করছে, এটা অসাধারণ। অবিশ্বাস্য ব্যাটিং করছে সে। সাকিব অনেক উন্নতি করেছে। কারণ তাঁকে আইপিএলে নেয়া হয়নি এবং সে কঠোর পরিশ্রম করেছে সে সময়। জরুরি বিষয় হল সে জানে উন্নতির জন্য কী করতে হয় এবং সে সেটাই করেছে।'