পজিশন নিয়ে চিন্তার সময় নেই সৌম্যর

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার জানিয়েছেন, দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানের কাছে সবার আগে দল। এরপর ব্যক্তিগত পছন্দ।
বিশ্বকাপের আগে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। যদিও চলতি বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপে সৌম্যর ইনিংসগুলো যথাক্রমে ৩, ১০, ২৯, ২, ২৫ এবং ৪২। দলের প্রয়োজনে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন তিনি।

আফগানিস্তানের স্পিন আক্রমণের কথা চিন্তা করে ডানহাতি ব্যাটম্যান লিটন দাসকে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়। তাই সৌম্য ব্যাটিংয়ে নামেন পাঁচ নম্বরে। তবে এই পজিশনে নেমে সফল হতে পারেননি তিনি।
১০ বল মোকাবেলায় মাত্র ৩ রান করে আফগান স্পিনার মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন সৌম্য। তাঁর মতে, ব্যাট হাতে ভিন্ন পজিশনে এক রান করেও যদি দলের জন্য অবদান রাখতে পারেন, তাতেই তিনি খুশি।
'আমি সবসময় বলি, আমার প্রথম অগ্রাধিকার দল। দল যে পজিশনেই চায়, আমি ব্যাটিং করতে পারবো। এমন কি আমি যদি এক রানও করি ভিন্ন পজিশনে এবং এটা দলকে সাহায্য করে; আমি তাতেই খুশি।'
দলের কথা ভেবেই আফগানিস্তানের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাটিং করতে রাজি হয়েছিলেন সৌম্য। ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাট করা তাঁর জন্য কোনো সমস্যা না বলে জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান।
'আফগানিস্তানের বিপক্ষে দল যখন আমাকে নিচের দিকে ব্যাট করতে বললো, আমি দলের জন্য রাজি হয়েছিলাম এবং এটা আমার জন্য কোনো সমস্যা না।'