সাকিবই সেরা, বলছেন মুডি

ছবি: ছবিঃ বিসিসিআই, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ সাকিব আল হাসান। ৪৭৬ রান নিয়ে এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাকদের তালিকার তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটসম্যান। বল হাতেও ১০ উইকেট নিয়ে দলের জয়ে দারুণ অবদান রেখেছেন তিনি।
বাংলাদেশের প্রায় প্রতিটি ম্যাচেই ব্যা??ে-বলে পারফর্মেন্স করছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের এই ধারাবাহিক পারফর্মেন্সের প্রশংসা করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি। তাঁর মতে সাকিব ক্রিকেট বিশ্বকে দেখিয়ে যাচ্ছে কেন তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার।

পরিসংখ্যানই সেই প্রমাণ দিচ্ছে বলে মনে করেন মুডি। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের ভূমিকায় আছেন টম মুডি। আইপিএলের সর্বশেষ দুই আসরে দলটির হয়ে খেলেছেন সাকিব। তাই তাঁকে বেশ ভালোই চেনা মুডির।
শিষ্যের পারফর্মেন্সে উচ্ছ্বসিত মুডি এক টুইটে লিখেছেন, 'চোখ এড়িয়ে যাচ্ছে কিন্তু সাকিব ক্রিকেট বিশ্বকে বলে যাচ্ছে, সে খেলাটির সেরা অলরাউন্ডার। পরিসংখ্যান মিথ্যে বলে না।'
চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে পাঁচটিতে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন সাকিব। টুর্নামেন্টের শুরুর দিকে বল হাতে সেরা ছন্দে না থাকলেও ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি বাঁহাতি এই স্পিনার। তাঁর স্পিন ঘূর্ণির সামনেই অসহায় হয়ে পড়েছিল আফগানিস্তান। এই ম্যাচে মাত্র ২৯ রানে পাঁচ উইকেট নেন বাংলাদেশ অলরাউন্ডার।