আশরাফুল, ইমরুলদের ছাড়িয়ে সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে অলরাউন্ড পারফর্মেন্সের সুবাদে চলতি বিশ্বকাপে তৃতীয়বারের মতো ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে এটা যেকোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বাধিক ম্যাচ সেরা হওয়ার রেকর্ড।
এর আগে বিশ্বকাপে দুটি করে ম্যাচে সেরা হওয়ার রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েসের। আশরাফুল ২০০৭ বিশ্বকাপে দুটি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন।

এরপর ২০১১ বিশ্বকাপে দুই ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে আশরাফুলের সঙ্গী হন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। চলতি বিশ্বকাপে এই দুই ক্রিকেটারকে পেছনে ফেলেছেন সাকিব।
এর আগে তিনটি বিশ্বকাপ খেলে ফেললেও কোনো ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারেননি সাকিব। এবার এই সাফল্য ইতোমধ্যে তিনবার ছুঁয়ে দেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেন সাকিব। এরপর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। সেই ম্যাচে বাংলাদেশ ২১ রানে জয় পায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অলরাউন্ড পারফর্মেন্স দেখিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। আগে বল হাতে ২ উইকেট নেন তিনি। এরপর ব্যাট হাতে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে ৭ উইকেটের বড় জয়ে অবদান রাখেন সাকিব।
সোমবার আফগানিস্তানের বিপক্ষেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ৫১ রানের ইনিংস খেলার পর বল হাতে ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব। এই পারফর্মেন্স দিয়ে বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।