promotional_ad

হাই-ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মুখোমুখি

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বিশ্বকাপের ৩২তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। লর্ডসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। সমান সংখ্যক ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান চারে।


৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ। সেমিফাইনালে জায়গা করে নিতে কঠিন সমীকরণের মুখে ইংলিশরা। গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচেই জিততে হবে তাদের। অস্ট্রেলিয়া ম্যাচের পর তাঁরা মোকাবেলা করবে নিউজিল্যান্ড এবং ভারতের।


এই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিও অনেক গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের কাছে। বিশ্বকাপে ইংল্যান্ডের বোলাররা মোটামুটি ভালো পারফর্ম করলেও ব্যাটসম্যানরা আছেন দুর্দান্ত ফর্মে। ফলে, বোলারদের ওপর থেকে বাড়তি চাপ কমে যাচ্ছে। 


এই ম্যাচে টস জেতা ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের দুটি হারই রান তাড়া করতে নেমে, যেটা তাদের জন্য আরেকটা চিন্তার বিষয়। তাই অজিদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করাই দলটির জন্য ভালো হবে।


অস্ট্রেলিয়া অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে। অজিরা শুধু ভারতের বিপক্ষে হেরেছে। বাকি পাঁচটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তাঁরা। ভারতের বিপক্ষে হারের পরই অজি ব্যাটসম্যানরা ব্যাট হাতে রানের মধ্যে আছেন।



promotional_ad

অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার দুজনই সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বিশ্ব আসরে। উসমান খাওয়াজাও ধারাবাহিক ভাবে দলের জন্য অবদান রাখছেন। শেষ দিকে নেমে ব্যাট হাতে ঝড় তোলার কাজটা বেশ ভালোই করছেন গ্লেন ম্যাক্সওয়েল। 


তাই ব্যাটিং অর্ডার নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে আছে অজিরা। বোলিং অর্ডার নিয়েও নিশ্চিন্ত দলটি। পেসার মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করছেন। প্যাট কামিন্স ও কেন রিচার্ডসনও গতির সঙ্গে নিখুঁত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখছেন।


স্পিনার অ্যাডাম জাম্পাও দুর্দান্ত বোলিং করে পেসারদের সঙ্গ দিচ্ছেন। তাই ভারসাম্যপূর্ণ বোলিং নিয়ে নির্ভার অজিরা। এদিকে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইংল্যান্ড পাচ্ছে না ওপেনার জেসন রয়কে। ব্যাট হাতে ছন্দে থাকলেও চোটের কারণে গত দুই ম্যাচ ধরেই মাঠের বাইরে তিনি।


তাঁর বদলি হিসেবে জনি বেয়ারস্টোর সজ্ঞে ইংল্যান্ডের ইনিংস শুরু করছেন জেমস ভিন্স। রয় না থাকায় মিডেল অর্ডারে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে অধিনায়ক ইয়ন মরগান ও জস বাটলারদের।


দুই দলের মুখোমুখি লড়াইয়ের আগে পরিসংখানে দুই দলই প্রায় সমানে সমান। ঘরের মাঠে শেষ ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচে তাঁরা হেরেছে অজিদের বিপক্ষে। তবে বিশ্বকাপে শেষ তিন মুখোমুখিতেই ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে, সামর্থ্যের বিচারে কেউ কারো থেকে এগিয়ে নয়।


ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): 



জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট/মার্ক উড।


অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য):


অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, নাথান কোল্টার নাইল, প্যাট কমিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball